আশাকরি ভালই আছেন, আমি আলহুমদুলিল্লাহ সব সময় ভালোর দলেই থাকি,
আজ আপনাদের সাথে কথা বলবো একটি নতুন ড্রাইভার প্যাক সমাধান নিয়ে। আমাদের যাদের ডেক্সটপ, ল্যাপটপ, নোটবুক, কম্পিউটার কম্পোনেন্ট এর ভিবিন্ন ড্রাইভার এর প্রব্লেম এ পরে থাকি, যেমন ধরুনঃ Graphich Driver, Lan Driver, Audio Driver, Webcam, VGA, তা ছাড়া ও ভিবিন্ন ড্রাইভার থাকে, এই Driver গুলো আমরা ভিবিন্ন ভাবে সমাধান করে থাকি, কখনো Manufacture ওয়েব সাইট থেকে, আবার কখনো 3rd পার্টি ওয়েব সাইট থেকে ডাউনলোড করে থাকি, আজ এমন একটি ড্রাইভার প্যাক নিয়ে কথা বলবো, যেটার নাম Snappy Driver Installer (SDI) এটা খুব হেল্পফুল ড্রাইভার সমাধান, এটা যদি ডাউনলোড করে রাখেন তাহলে আপনি খুব সহজেই আপনি যে কোন কম্পিউটার কম্পোনেন্ট এর ড্রাইভার সমাধান করতে পারবেন।
Snappy Driver Installer (SDI) দেখতে কেমন?
এটা ব্যবহার করার জন্য কোন ঝামেলা করতে হয় না, ডাউনলোড করার পর এটা প্রটাবল হিসেবে থাকে। যেটা ডাবল ক্লিক করলেই ওপেন হয়, আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দিলাম নিছে।
আমি মোহাম্মাদ ইউনুছ। Support Engineer, Hardware Support Engineer, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।