শীঘ্রই বাজারে আসছে এলজি-র পরবর্তী ফ্ল্যাগশিপ ভি৫০থিনকিউ (V50 ThinQ)। এই ফোনে থাকবে ৫জি ইন্টারনেট।
মার্কিন যুক্তরাষ্ট্রে স্প্রিন্ট নেটওয়ার্কের সাথে হাত মিলিয়ে এই ফোন নিয়ে আসছে কোরিয়ান কম্পানি এলজি। এটাই বিশ্বের প্রথম ৫জি বাণিজ্যিক স্মার্টফোন হতে চলেছে।
সম্প্রতি ফোনটির ফিচারগুলো সামনে এসেছে। এই ফোনে থাকছে লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮৫৫ চিপসেট। এই চিপসেটে ৫জি কানেক্টিভিটি সাপোর্ট থাকছে। ২৪ ফেব্রুয়ারি লঞ্চ হবে ফোনটি।
এলজি ভি৫০ থিনকিউ (LG V50 ThinQ)-তে যা থাকছে:
ফোনটিতে থাকছে একটি ৬.৪ ইঞ্চি POLED ডিসপ্লে। এটি একটি কোয়াড এইচ ডি ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে স্ন্যাপড্রাগন ৪৫৫ চিপসেট, ৬জিবি র্যাম আর ১২৮জিবি স্টোরেজ।
ছবি তোলার জন্য এই ফোনে মোট পাঁচটি ক্যামেরা থাকছে। ফোনের পেছনে তিনটি ও সামনে দুটি ক্যামেরা ব্যবহার হয়েছে। পেছনে প্রাইমারি ক্যামেরার সাথেই থাকছে একটি টেলিফটো ক্যামেরা আর আর একটি ওয়াইড লেন্স। সেলফি ক্যামেরায় থাকছে একটি ওয়াইড লেন্স।
আমি সুয়াইব আহমেদ সৈকত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।