হাই, টেকটিউনস বাসীরা কেমন আছেন? আশা করি ভালই আছে। এটা আমার প্রথম টিউন তাই আগেই বলে দেই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।
যা হোক কথা না বাড়িয়ে চলে যায় আসল কথায়।
আমার আজকের টপিক হল ব্লগার নিয়ে। আপনি ব্লগার হতে যদি প্রফেশনালভাবে টাকা ইনকাম করতে চান তাহলে আপনার জন্য একটা ডট কম ডোমেইন কিনতে হবে। এর পর আপনি ব্লগারের জন্য একটা কাস্টম থিম। আপনি ব্লগারের এটাস্ট থিম দিয়ে ভাল ইনকাম করতে পারবেন না। যেহেতু আপনি প্রফেশনালিএটা করবেন সেহেতু আপনি ইংরেজিতে ব্লগ খুললে ভাল হয়। ব্লগের টপিক আপনি যদি টেকনোলজিএর ভিতর রাখতে পারেন তাহলে ভাল। এতে এডসেন্স এ ভাল হয়। এর পর মানসম্মত টিউন করলে আপনি মাত্র ৪৮ ঘন্টায় এডসেন্স এ পেয়ে যাবেন আপনার সাইটকে।
যা হোক আমি খুবই সংক্্ষেপে বললাম। আপনারা কাস্টম থিম নিজে বানাতে পারেন বা অন্য কোন সাইট হতে নিতে পারেন। আর আমার ব্লগ ঘুরে দেখে আসতে পারেন। দেখুন এইভাবে ব্লগিং করে টাকা ইনকাম করা যায় ৷আমার ব্লগ আপনারা যদি এর থিম চান তা হলে দিতে পারি।
ধন্যবাদ।
আমি সাদিয়া আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://www.codensci.com