১০০ নিশ্চিত আয়ের সাইট – শুধু লিখেই

Bubblews নামে একটা সাইটে একসময় লিখে আয় করা যেত। সেখানে এখন আর আয় করা যায় না। এরকম আরো কিছু সাইট ছিলো যেমনঃ Mylott, Dailytwocents এগুলোতে এখন আর টাকা আয় করা যায় না। এই সব সাইটে ইংরেজীতে লিখতে হত লেখা একবার ভিউ হলে এক সেন্ট করে এরকম হিসাব করে টাকা দিতো।

প্রফিট শেয়ারিং সাইট কি জিনিসঃ কিভাবে ওরা টাকা দেয়

এরকম আরো অনেক প্রফিট শেয়ারিং সাইটের কথা আপনাকে বলতে পারি যেমনঃ Tsu নামে একটা সোশ্যাল সাইট ছিলো। Chatabout নামে একটা প্রশ্নোত্তরের সাইট ছিলো। এরা সবাই একবারে শুধু ভিউ বা, পয়েন্টের জন্য টাকা দিতে চাইতো। এরা কেউ এখন টিকে নেই। আরেকটি সাইট আছে Hubpages এরা এখনও বহাল তবিয়তে গুগল এডসেন্স থেকে টাকা আয় করছে। ওরা আয়ের একটা পারসেন্ট সবার সাথে শেয়ার করে। আয় না হলে করে না। ওদের সাইটে আপনার Non Hosted Adsense একাউন্ট থাকলে ইংরেজীতে লিখে টাকা আয় করতে পারবেন। প্রথম পাঁচটা টিউন Approval এর পরে প্রকাশিত হয়। এপ্রুভাল পাওয়া খুব কঠিন।

আজকে আমি আপনাদের সাথে একটি বাংলা সাইটের কথা বলতে চাচ্ছি যেখানে একাউন্ট খুলতে কোন Adsense একাউন্টের প্রয়োজন নেই এবং ওরা ওদের আয়ের 70% লেখকদের সাথে শেয়ার করে। যারা সেখানে লিখতে চান তারা ঐ সাইটে গিয়ে ই-মেইল এড্রেস দিয়ে blogger Dasboard এই লিখতে পারেন। খুব সহজেই বাংলায় লিখে এডসেন্স পাওয়ার ঝামেলা ছাড়াই টাকা পাওয়া যাবে। এখান থেকে বাংলা সাইটে লিখে আয় লেখার উপর ক্লিক করে ঐ সাইটে গিয়ে লেখক হিসেবে যোগ দিন।

৭ দিন পরপর ওরা টাকা দেয়। আমি নিজেও ঐ সাইটে যোগ দিয়েছি। এখন লেখা শুরু করবো। কারো কিছু জানার থাকলে টিউমেন্ট করুন।

 

Level 0

আমি সাবিলা নূর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 28 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস