লাভ স্টুরি Love Story

আজকে ছোঁয়া একটা company তে ইন্টারভিউ দিতে যাচ্ছে। এখনও সে অটোতে রয়েছে। পাঁচ মিনিট পরেই ছোঁয়া সেই company তে পৌছে গেছে। ও শুধু আল্লাহর নাম করে ভিতরে ঢুকছে। ভিতরে ঢুকে গেছে ছোঁয়া। ছোঁয়া বারবার বলছে,
ছোঁয়াঃহে আল্লাহ আজকে তুমি এই চাকরিটা পাইয়ে দিও তা না হলে‌ আমার লাইফই অভার হয়ে যাবে। please god.তুমি আমার এই দোয়া কবুল কর।
এর আগে ছোঁয়া যতবারই চাকরির ইন্টারভিউ দিয়েছে তার থেকে ছোঁয়া একটাও চাকরি পাইনি। আজকেই এইটা শেষ ইন্টারভিউ চাকরির জন্য। এর পর থেকে আর কোন ইন্টারভিউ দিবে না ছোঁয়া। একটা মেয়ে কিছুখন আগে ইন্টারভিউ দিয়ে এসেছে। সে মন খারাপ করে বসে রয়েছে। ছোঁয়া সেই মেয়েটির পাশে গিয়ে বসে পড়ল। ছোঁয়া মেয়েটিকে জিজ্ঞাসা করল,
ছোঁয়াঃচাকরি কি হয়নি।
মেয়েটিঃনা। হয়নি। স্যারের পার্সোনাল স্যাকরেটারির জন্য আমাকে পছন্দ হয়নি। আর খুব রাগি স্যার।
ছোঁয়াঃকি?আচ্ছা তোমার নাম কি?
মেয়েটিঃআমার নাম তামান্না।
ছোঁয়াঃও। আমার সাথে যে কি হবে আজকে। এই চাকরি না পেলে আমি তো পুরাই শেষ। হাই আল্লাহ। আচ্ছা তামান্না স্যারের নাম কি?(কিছুখন থেমে ছোঁয়া কথাটি বলল)
তামান্নাঃকনক চৌধুরী।
ছোঁয়াঃও। এই যা এই মেয়েরেও একই অবস্থা। আমি তো এইবার আমাকে ডাকছে। আমিই তো শেষ। হাইরে আমার সাথে যে কি হবে। এই চাকরিটা যে করেই হোক আমাকে পেতেই হবে।
ছোঁয়া ভয়ে ভয়ে ভিতরে ঢুকে গেল। ভিতরে আসার সময় বলল,
ছোঁয়াঃmay i come in, sir?
কনকঃyes, come in.
ছোঁয়াঃthank you sir.
কনকঃplease sit dowm.
ছোঁয়াঃok sir.
কনকঃwhat's your name?
ছোঁয়াঃছোঁয়া।
কনকঃfile.
ছোঁয়াঃyes sir.
ছোঁয়া ফাইলটা কনকের দিকে এগিয়ে দিল। কনক ফাইলটা দেখতে লাগল। অনেক মনযোগ দিয়ে দেখছে। ছোঁয়া মনে মনে বলছে,
ছোঁয়াঃস্যারের মুখে একটুও হাসি নেই। আমার তো খুব ভয় করছে। যদি এই চাকরিটা না পাই আমার কি হবে। আমার পরিবারের কি হবে?আমার পরিবার যে পথে বসবে। ভাইয়ার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে ভাইয়া অফিসে যেতে পারছে না। এর জন্য এখন পুরো পরিবারের বেহাল অবস্থা। এর জন্য আমাকে চাকরি খুজতে হচ্ছে।
কনক ফাইল দেখে ছোঁয়াকে বলছে,
কনকঃমিস ছোঁয়া কালকে থেকে অফিসে জয়েন করবেন। কালকে থেকে সব কাজ শুরু করে দিবেন। এই নিন।
ছোঁয়াঃthank you sir.thank you so much.
কনকঃআপনি এখন যান। আপনি এখন বাসাই যেয়ে রেস্ট নিন। কালকে থেকে অনেক খাটতে হবে।
ছোঁয়াঃজ্বি স্যার।
ছোঁয়া বের হয়ে গেল। কনকের ছোট ভাই আকাশ কনককে জিজ্ঞাসা করছে,
আকাশঃএতগুলো মেয়েকে তাড়িয়ে দিলেন ইন্টারভিউ নেওয়ার সময়। কিন্তু ভাইয়া তুমি এই মেয়েটাকে রাখলে কেন?আমি কিছুতেই বুঝতে পারছি না।
কনকঃআকাশ। (রাগি লুক নিয়ে)
আকাশঃএই মুখে হাত আমি আর কোন কথা বলব না ভাইয়া।
কনকঃকাজ তো শেষ তুই এইখানে কি করছিস। আর কি কোন কাজ নেই।
আকাশঃহ্যা আছে তো কাজ আমি যাই।
ছোঁয়া অফিসের বাইরে চলে এসেছে। আজকে চাকরিটা পেয়ে গেছে। ছোঁয়া অনেক খুশি। মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নেল। ছোঁয়া একটা অটোকে ডাক দিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাসাই পৌছে গেছে। কলিংবেলটা বাজালো। ছোঁয়ার ভাবি দরজাটা খুলল। আর বলছে,
তমাঃছোঁয়া তুমি এসে গেছ।
ছোঁয়াঃজ্বি ভাবি।
ছোঁয়ার মাঃকিরে আজকেও চাকরিটা পাসনি তাই না।
ছোঁয়াঃমা আজকে আমি চাকরিটা পেয়ে গেছি। আমার খুব আনন্দ হচ্ছে। এখন আর কোন চিন্তা নেই আমাদের।
তমাঃসত্যিই তুমি চাকরিটা পেয়ে গেছ।
ছোঁয়াঃহুম। ভাবি ভাইয়া কোথায়।
তমাঃঘরেই আছে।
ছোঁয়া ও ওর ভাইয়ার কাছে গেল। আর ও ওর ভাইয়াকে বলতে লাগল,
ছোঁয়াঃদেখ ভাইয়া আজকে আমি চাকরিটা পেয়ে গেছি। আমাদের আর কোন চিন্তা নেই ভাইয়া।
সাজিদঃআজকে আমি অনেক খুশি হয়েছি। finally তুই চাকরিটা পেয়ে গেছিস। মন দিয়ে কাজ করিস অফিসে।
ছোঁয়াঃজ্বি ভাইয়া। মন দিয়ে কাজ করবো আমি অফিসে। ভাইয়া একটা কিন্তু মিষ্টি খেতেই হবে তোমাকে।
এই বলে ছোঁয়া সাজিদের মুখে মিষ্টি দিয়ে দিল। ছোঁয়া বাকি সবাইকে মিষ্টি দিতে লাগল। একে একে সবাইকে মিষ্টি দিয়ে দিল।
রাত হয়ে গেছে। ছোঁয়া এখনও জেগে রয়েছে। এইটাই শুধু ভাবছে কালকে অফিসে ওর বস কনক চৌধুরী ওকে কি কাজ করতে দিবে। এইটা ভেবে ও টেনশনে মরে যাচ্ছে। ঠিক ওই সময় ছোঁয়ার মোবাইলটা বেজে উঠল। ছোঁয়ার বান্ধবী কনিকা কল করেছে। ছোঁয়া কলটা রিসিভ করল,
ছোঁয়াঃহ্যালো কনিকা। কেমন আছিস তুই। এতদিন পর আমাকে মনে পড়ল তাই না।
কনিকাঃআমি তো ভালো আছি। তুই কেমন আছিস। অনেকদিন ধরে ভাবছিলাম তোকে কল করব কিন্তু করাই হয় না বড় ভাইয়ার কঠোরতার কারনে।
ছোঁয়াঃও।
কনিকাঃশুনলাম যে তুই চাকরি পেয়েছিস। সত্যিই নাকি।
ছোঁয়াঃহুম। এখন রাখি রে। কালকে কথা হবে। কালকে সকাল সকাল উঠতে হবে। কালকে অফিসের প্রথম দিন। কালকে সময় মত অফিসে পৌছাতে হবে। গুড নাইট।
কনিকাঃগুড নাইট।
ছোঁয়া কলটা কেটে দিল। পাশে তাকিয়ে দেখে তমা দাঁড়িয়ে রয়েছে। ছোঁয়া তমাকে দেখে ভয় পেয়েই গেছে। তাই ছোঁয়া তমাকে বলছে,
ছোঁয়াঃভাবি তুমি এত রাতে আমার ঘরে। (ভয় পেয়ে)
তমাঃএকটা কথা বলতে এসেছি তোমাকে।
ছোঁয়াঃকি কথা ভাবি।
তমাঃবাড়ির সবাই তোমাকে বিয়ে দেওয়ার জন্য পাত্র খুঁজেছে। তোমাকে পুরশু দিন দেখতে আসবে তোমাকে। তোমায় এখনও কেউ বলেনি আমিই তোমাকে বলে দিলাম।
ছোঁয়াঃকি। আমাকে বিয়ে দিবে। আমি এখন বিয়ে করব না। তাছাড়া সবে মাত্র চাকরিটা পেয়েছি এখনি বিয়ে। পাগল হয়েছে নাকি।
তমাঃতাছাড়া আর কি করবে ছোঁয়া। তোমার বিয়ের বয়স হয়ে গেছে। এখনই তো বিয়ে করার সময়। আর কতদিন এইভাবে বসে থাকবে। বেশি বয়স হয়ে গেলে পরে কেউ তোমাকে বিয়ে করবে না। ভেবে দেখ তুমি। গুড নাইট ছোঁয়া।
ছোঁয়াঃগুড নাইট।
ছোঁয়া লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ল। বার বার বলছে,
ছোঁয়াঃএইটা আবার কি সমস্যা আসল। আমার বিয়ে দিতে চাই। পাত্রও ঠিক করে রেখেছে আমাকে না বলে। একবার যদি আমাকে বলত তাহলে অনেক খুশি খুশি রাজি হয়ে যেতাম কিন্তু রাজি হলেও কষ্ট পেয়ে রাজি হব। মুখে কোন হাসি থাকবে না।
ছোঁয়া কখন যে ঘুমিয়ে পড়েছে সেটা ছোঁয়া টেরই পাইনি। আজান দিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে ছোঁয়া নামাজটা পড়ে নিল।
তারপর রেডি হতে লাগল অফিসে যাওয়ার জন্য। ছোঁয়ার ভাবি ওর মা ওকে খাইয়ে দিল। খেয়েদেয়ে অফিসে যাওয়ার জন্য রওনা দিয়ে দিল।
কনকের বাড়িতে,
কনকও ঘুম থেকে উঠে নামাজ পড়ে জগিং করতে চলে গেছে। জগিং শেষে জিমে গেল। কনক এতটাই রাগি যে কনক যেখানেই যাক না কেন ওকে দেখে সবাই ভয় পাবেই। তার মধ্যে মেয়েদের প্রতি তেমন interest নেই। অনেক unromantic আর angry মানুষ কনক।
কনক রেডি হয়ে নিচে নেমে আসল। নিচে নেমে এসে ডাইনিং টেবিলে এসে বসল। কনকের মা রোকেয়া কনককে বলছে,
রোকেয়াঃকনক একটা কথা বলার ছিল তোমাকে।
কনকঃজ্বি মা বল।
রোকেয়াঃআমরা পরশু দিন একটা জায়গায় যাচ্ছি তুমি সেখানে যাচ্ছ আমাদের সাথে। এইটাই ফাইনাল।
কনকঃকিন্তু মা অফিসে অনেক কাজ।
রোকেয়াঃআমি কিছু শুনতে চাই না তুমি যাচ্ছ আমাদের সাথে ব্যাচ।
কনকঃঠিক আছে আমি যাব। বাই মা।
রোকেয়াঃবাই।
কনকও রওনা দিয়ে দিল অফিসে যাওয়ার জন্য। .
চলবে।
[কেমন হয়েছে তা কিন্তু জানাবেন। ]

নতুন কিছু জানার আগ্রহ থাকলে, ঘুরে আসতে পারো আমাদের ওয়েব সাইট থেকে।
জেনে নাও অনেক মজার মজার তথ্য।
এখানে আপনি পাবেন।
১ অ্যান্ড্রয়েড টিপস
২ হ্যাকিং নিউজ
৩ অনলাইন উপার্জন
৪ কম্পিউটার টিপস
৫ শিক্ষা
৬ স্বাস্থ্য
৭ ইন্টারনেটে পড়াশুনার পাশাপাশি ইনকামের উপায়।
৮ এছাড়া রয়েছে অনেক কিছু।
জানতে আমাদের সাইট ভিজিট করুন। https://tipslearnings.com/

Level 0

আমি মোশাহিদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস