আসুন জেনে নেই অনলাইনে এথিক্যাল হ্যাকিং শেখার বিশ্বসেরা ৮ ওয়েবসাইট সম্পর্কে

হ্যাকিং এবং হ্যাকার শব্দ দুটি দেখলেই যেন তরুণ প্রজন্মের মনে শিহরণ জেগে ওঠে। তরুণ প্রজন্মের কাছে অন্যরকম এক এডভ্যাঞ্চার হলো এই দুটি শব্দ। হ্যাকিং শেখার ইচ্ছে আছে ইন্টারনেট প্রেমী প্রায় সকল তরুণদের মাঝে। কিন্তু অনেকের জানা নেই যে, অনলাইন থেকে বিভিন্ন শর্তসাপক্ষে শেখা যায় এ এডভ্যাঞ্চার। আসুন জেনে নেই অনলাইনে এথিক্যাল হ্যাকিং শেখার বিশ্বসেরা ৮ ওয়েবসাইট সম্পর্কে।
hackaday

প্রতিষ্ঠিত : সেপ্টেম্বর, ২০০৪

এমন একটি সাইট যেখানে হ্যাকিং খবর, হ্যাকিং এবং নেটওয়ার্ক জন্য সব ধরনের টিউটোরিয়াল প্রদান করা এই সাইটের অন্যতম কাজ। প্রবন্ধ হার্ডওয়্যার এবং সফটওয়্যার হ্যাক সম্পর্কে প্রতিদিন বিস্তারিত বিবরণ প্রকাশ করা হয় এ সাইট থেকে। তাছাড়া তাদের একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেল রয়েছে টিউটোরিয়াল সহ অন্য কাজের জন্য।

evilzone

প্রতিষ্ঠিত : ১৯৯৯

এই সাইটের মাধ্যমে আপনি হ্যাক্যিং সম্পর্কিত নানা প্রশ্নের উত্তর পাবেন এবং নিজে প্রশ্ন করতে পারবেন। হ্যাকারা আপনার প্রশ্নের উত্তর প্রদান করবেন।


http://www.hackthissite

প্রতিষ্ঠিত : ২০০৩

এই সাইটি হ্যাকিং নিউজের পাশাপাশি হ্যাকিং টিউটোরিয়াল আপলোড করে থাকে।

breakthesecurity.cysecurity.

প্রতিষ্ঠিত : ১৯৯৯

এই সাইটি নামের সাথে মিল রেখে কাজ করে। হ্যাকিং নিউজের পাশাপাশি হ্যাকিং টিউটোরিয়াল আপলোড করে থাকে।

৹ EC-Council – CEH Ethical Hacking Course

ইলেকট্রনিক কমার্স কনসালট্যান্ট ইন্টারন্যাশনাল কাউন্সিল (ইসি কাউন্সিল) সদস্য – সমর্থিত পেশাদার সংগঠন এটি। এরা সবচেয়ে বিখ্যাত সার্টিফিকেশন সার্টিফাইড ইথিক্যাল হ্যাকার প্রদান করে। এই সাইটের মাধ্যমে আপনি হ্যাকিং কোচ করতে পারবেন।

http://www.eccouncil.org

এই একটি জনপ্রিয় ওয়েবসাইট যেখানে হ্যাকার ভূগর্ভস্থ থেকে নিরাপত্তা সংবাদ এবং কার্যক্রম প্রদান করে। আপনি মাইক্রোসফট, অ্যাপল, লিনাক্স, প্রোগ্রামিং এবং আরো অনেক কিছু সম্পর্কে নিবন্ধ পেতে পারেন এই সাইট থেকে। এছাড়া এই সাইটটি ব্যবহারকারীদের হ্যাকিং টিপস নিয়ে আলোচনা করার অনুমতি দেয়।

sectools.org

এই সাইটটি থেকে নেটওয়ার্কের নিরাপত্তা হুমকির বিরুদ্ধে লড়াই করতে শিখতে পারবেন আপনি।
তথ্যসূত্র : টেকওয়াম

আরো শিখুন আমার ওয়েবসাইট থেকে!

My Website.

Level 0

আমি আহমেদ পারভেজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

A Blogger Scientist by the mind and a passionate blgger by heart✌ Teach & inspire while you could & Smile while you have the teeth... “I don’t need anyone else to distract me from myself anymore, like I always thought I would.”


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস