নবজাতক শিশুর ঠাণ্ডা সমস্যা নিয়ে কিছু কথা

নবজাতক শিশুর জন্মের পর স্বাভাবিকভাবেই বেশ কিছু সমস্যার সন্মুক্ষিন হতে হয়। মায়ের গর্ভে একরকম তাপমাত্রা, এবং জন্মগ্রহণের পর আরেকরকম তাপমাত্রার কারণেই এই সমস্যা হয়ে থাকে। বাচ্চা যদিও সুস্থ্য থাকে, তবুও, শিশুকে যত্ন নেওয়ার ক্ষেত্রে থাকতে হয় সতর্ক। নবজাতকের জন্মের পর প্রথম যে সমস্যার সৃষ্টি হতে পারে সেটা হচ্ছে নিউমোনিয়া। এবং, কিঞ্চিৎ পরিমাণ অসাবধানতার কারণেই ঠাণ্ডা লেগে গিয়ে বাচ্চার নিউমোনিয়া হতে পারে। শুধু তাই নয়, কিছু ভাইরাসঘটিত রোগ শিশুর সাস্থ্য ঝুঁকি বাড়িয়ে তোলে। তাই, অন্যান্য সময়ের চেয়ে এই শীতে শিশুর প্রতি একটু বেশি যত্নবান হোন। তাই, এই শীতে কিভাবে শিশুর একটু বেশি পরিচর্যা করা যায়, সেই বিষয়ে জেনে নেই।

১। ধুলোবালি এবং ধোঁয়া বাচ্চার নিউমোনিয়ার মত অন্নতম কারণ। সুতরাং, শিশুকে যখন যেভাবেই রাখুন বা ঘুরতে নিয়ে জান না কেন, খেয়াল রাখবেন, শিশুর গায়ে যাতে করে ধুলোবালি না লাগতে পারে। এবং, হাত দিয়ে যে কাজই করুন না কেন, হাত ভালমত ধুয়ে নিন। এতে করে শিশুর গায়ে রোগ জীবাণু ছড়াতে পারবেনা।

২। শীত নেই নেই করতে করতে এখন আবার শীত শুরু হয়ে গেল। তাই, খেয়াল রাখবেন, বাচ্চার যাতে কোনোভাবেই ঠাণ্ডা না লেগে যায়। শিশুকে গোসল করানোর সময় অবশ্যই গরম পানি দিয়ে গোসল করাবেন। শুধু তাই নয়, মা যেহেতু বাচ্চাকে বুকের দুধ খাওয়ান, সেক্ষেত্রে, যদি সম্ভব হয় মাকেও কুসুম গরম পানি দিয়ে গোসল করতে হবে।

৩। এই শীতে কিছু আরামদায়ক গরমকাপড় ব্যবহার করতে পারেন শিশুর জন্য। শিশুর সারাশরীর গরম কাপড় দিইয়ে মুড়িয়ে রাখতে হবে। এবং, ঠাণ্ডা যাতে না লেগে যায়, সেই কারণে বাচ্চার জন্যে আরামদায়ক এবং

  • অধিক শোষণক্ষমতাসম্পন্ন ডায়াপার
  • http://bit.ly/babydiapersinwinterseason পরিয়ে রাখবেন সবসময়। কারণ, ডায়াপারটি অধিক শোষণক্ষমতাসম্পন্ন না হলে, শিশুর নিম্নাঙ্গে ভেজা ভেজা ভাব থাকবে এবং ঠাণ্ডা লেগে যাবে।

    ৪। শীতে শুধুমাত্র বড়দের নয়, শিশুদের ত্বকও শুষ্ক থাকে। তাই, বাচ্চাকে গোসল করানোর পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে পারেন। অনলাইন থেকে কিনতে পাওয়া যায় মেরিল বেবি ওয়েল, মেরিল বেবি লোশন এবং অন্যান্য

  • বেবি স্কিনকেয়ার
  • http://bit.ly/babyskincareinwinter প্রোডাক্ট ব্যবহার করতে পারেন।

    Level 0

    আমি মিখায়েল রেমা। Executive, Communication & Public Relation, Chaldal.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।


    টিউনস


    আরও টিউনস


    টিউনারের আরও টিউনস


    টিউমেন্টস