হাঁস পালনের মাধ্যমে বেকারত্ব দূর করূন পর্ব-১

ব্রুডিং ঘরে হাসের বাচ্চাদের কীভাবে যত্ন নিতে হয়?

উঃ ১ দিন বয়স থেকে ৪ সপ্তাহ বা ১ মাস বয়স পর্যন্ত হাসের বাচ্চার জন্য ব্রুডার বাক্সের প্রয়োজন। নূতন বাচ্চাকে ব্রুডারে ছাড়ার সময় চিনি, ভিটামিন ও ওষুধ মেশানো জল খাওয়াতে হবে (প্রতি লিটার জলে ৫ মিলি লিটার ভাইমিরাল, ১০০ গ্রাম চিনি ও ২ গ্রাম হেপ্টাসাইক্লিন মেশাতে হবে)। এছাড়া প্রতি সপ্তাহে ব্রুডারের তাপমাত্রা পরিবর্তন করতে হবে। আঁতুড় ঘরে থাকার সময় লিটারের প্রতি বিশেষ দৃষ্টি দিতে হবে, যাতে লিটার ভিজে না থাকে এবং হাসের বাচ্চা লিটার না খেতে পারে। এর জন্য দু-তিন দিন লিটারের উপর পুরানো খবরের কাগজ পেতে দিতে হবে। তবে তারের জালের খাচায় বাচ্চার ব্রুডিং করলে ভালো হবে। আঁতুড় ঘরের (ব্ৰুডিং বাক্সের) মেঝে, জলের পাত্র ও খাবার পাত্রের আকৃতি এমন করতে হবে, যাতে বাচ্চারা স্বাভাবিক ভাবে চলাফেরা করতে পারে, ঠোঁট দিয়ে খেতে পারে, কিন্তু পাত্রের মধ্যে নামতে না পারে। এক মাস পর্যন্ত এদের পুকুরের জলে ছাড়া হয় না। এই এক মাস বয়স পর্যন্ত বাচ্চা পালন করার ঝুঁকি অনেক। কারণ এই সময় পর্যন্ত বাচ্চার মৃত্যুর হার খুব বেশি। এই সময় ডাক্তারবাবু বা প্রাণীবন্ধুর সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং প্রয়োজনে সাহায্য নিতে হবে।

আধুনিক পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালন ও ব্যবস্থাপনা

আধুনিক পদ্ধতিতে হাঁসের বাচ্চা পালনের ক্ষেত্রে উন্নতমানের বাচ্চার জাত বাছাই করতে হবে।

 

ব্রুডার প্যান

  1. হাঁসের ঘরকে কয়েক প্যানে ভাগ করে প্রতি প্যানে ১/২টি ব্রুডার স্থাপন করতে হবে।
  2. ব্রুডারটির পরিধি প্রয়োজনে ছোট/বড় এবং উপরে/নিচে নামানো/উঠানো যায় সেই ব্যবস্থা করতে হবে।

 

তাপ ব্যবস্থা

 

সাধারণত বাল্বের মাধ্যমে অথবা গ্যাস দিয়ে ব্রুডারে তাপ দিতে হবে।

 

ব্রুডারের ভিতরের তাপ ব্যবস্থা

 

সপ্তাহতাপমাত্রা
১ম৩৫-২৪ সে.
২য়0">

২৪-১৮ সে.

৩য়১৮-১৭ সে.

 

 

 

 

 

 

বাইরে চরার ব্যবস্থা থাকলে ২য় সপ্তাহ পরে স্বাভাবিক প্রাকৃতিক তাপমাত্রা বজায় রাখলেই হবে।

 

আজ এইটুকু  তবে ফিরে আসব আবার আপনাদের মাঝে হাঁস পালন সম্পর্কিত তথ্য ও পরামর্শ (পর্ব-২) নিয়ে

পরামর্শ এর জন্য কল করূন- 09613186969

বিস্তারিত জানতে ক্লিক করূন

 

Level 0

আমি রায়হান আহমেদ জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস