[সাময়িক] প্রথম আলোর এই লেখাটিকে আমি ভুল মনে করি। আপনি?

জনাব মেহেদী আকরাম ভাইকে হয়তো ব্লগের অনেকেই চেনেন। কিন্তু তিনি প্রায়ই কিছু কিছু ছোটখাটো ভুল করেন। গতকালের প্রথম আলোর কম্পিউটার পাতায় প্রকাশিত তার টিপসটি আমার ভুল মনে হয়েছে। আসলে টিপস ঠিকই আছে, তবে টিপসে বলা কিছু তথ্য বা শব্দ ভুল বলে মনে হয়েছে আমার। ছবিটি লক্ষ্য করুন।

টুইটারকে মাইক্রোব্লগিং কমিউনিটি বলা হয়ে থাকে। ব্লগসাইট বলতে আমরা সা.ইন, ব্লগার, ওয়ার্ডপ্রেস ডট কম ইত্যাদিকে বুঝে থাকি। সেক্ষেত্রে টুইটারকে ব্লগসাইট বলা সম্পূর্ণ ভুল। যারা টুইটার সম্বন্ধে জানেন না, তাদেরকে আরও ভুল ধারণা দিতেই যেন বলা হয়েছে "টুইটারে লেখা প্রকাশ করতে পারবেন"। এটি বলার পর টুইটারকে ওয়ার্ডপ্রেস ডট কম টাইপের কোনও ব্লগসাইটই মনে হয়। আমরা সবাই জানি টুইটারে আমরা স্ট্যাটাস (যেটাকে বিরক্তিকর ও হাস্যকর প্রথম আলো অভিধানের ভাষায় "শিরোনাম" বলা হয়েছে নাকি মেহেদী ভাই নিজেই "শিরোনাম" বলেছেন কে জানে) আপডেট করে থাকি। একে "লেখা প্রকাশ করা" বলাটা কতটুকু সমীচীন তা আমার প্রশ্ন। স্ট্যাটাস আপডেট করা বললেই দারুণ এবং সঠিক শোনাতো।

আমি কোনও বিরোধিতা করছি না বা প্রতিবাদও করছি না। লেখাটা চোখে পড়ল আর মনে হলো টুইটার সম্বন্ধে সম্পূর্ণ ভুল ধারণা দেয়া হয়েছে লেখাটিতে। আপনাদের কার কী মত?

Level 0

আমি মো. আমিনুল ইসলাম সজীব। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 83 টি টিউন ও 201 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টুইটারকে ব্লগ বলা আসলেও ভুল। কারণ এটা মাইক্রো ব্লগিং। তবে আমার মনে হয় এটি মেহেদী ভাই খেয়াল না করায় হয়েছে।

এটাও একধরনের সোশিয়াল নেটওয়ার্কিং সাইট বিশেষ করে নিজের স্টেটাস আপডেটের জন্য

টুইটারকে ব্লগ সাইট বলা ভুল। আর এতে স্ট্যাটাস আপডেট করা হয়, তাই “লেখা প্রকাশ করা” কথাটির সাথে একমত হতে পারলাম না।

Level 0

কিন্তু আপনার কথায় মনে হচ্ছে তিনি চরম অন্যায় করে ফেলেছেন! ভাই “মানুষ মাত্রই ভুল” একথাটা আপনাকে মনে করিয়ে দিলাম। মেহেদী আকরাম ভাই একজন জ্ঞানী মানুষ। তারপরেও তিনি মানুষ। এবং ভুল করাটাই পৃথিবীতে স্বাভাবিক একটা ব্যাপার। আশা করি ভবিষ্যতে এধরনের পোস্ট করলেও কাউকে উদ্দেশ্য করে করবেননা। ধন্যবাদ।

আমার মতে ভুল হলে শুধরে দেওয়া উচিত।সমালোচনা নয়।

সামান্য একটা ছেট্ট ভুলের জন্য তুমি যেমন করে লিখেছ তাতে মনে হচ্ছে উনি মস্তবড় আপরাধ করে ফেলেছেন!!!!!!! তুমি করে বললাম কারন তুমি নাইনে পড়। এখন নিশ্চই বলবে এটাও আমার মস্তবড় ভুল!! নিজের ভুলগুলোর দিকে নজর দাও।

মেহেদী ভাই এর সমকাল দর্পণ এ এই টপিকসটিই লিখেছিলেন সেখানেতো ব্যপারটা ঠিকই আছে… আপনি কি ভাবে বলছেন যে এগুলো ওনারই ভুল? এমনতো হতে পারে টাইপিং বেটাই লিখতে ভুল করেছে…. আর এগুলো এমন কোন আহামরি ভুল নয় যে পোষ্ট করে সবাইকে নাচতে নাচতে জানাতে হবে। দয়া করে পোষ্টটি মুছে দিন।

গুরু, পোস্টটি অবশ্যই কাউকে উদ্দেশ্য করে করা হয়নি। প্রথম আলোর মতো পত্রিকায় এতবড় ভুল মোটেই প্রত্যাশিত নয়।

রাসেল, [আপনাকে বলছি না] ব্লগসাইটগুলো সবার জন্য উন্মুক্ত। টেকটিউনসও একটি ব্লগসাইটই যেখানে যে কেউ লিখতে ও মন্তব্য করতে পারে। আর তাই অকারণে ঝগড়াঝাটি বা বাজে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে যেসব মন্তব্য করা হয়, সেগুলোকে আমি বরাবরই প্রত্যাখ্যান করি। আপনার মন্তব্যে “এখন নিশ্চয়ই বলবে এটাই আমার মস্তবড় ভুল” কথাটা কি অতিরিক্ত একটা কথা না? উদ্ভট পরিস্থিতির সৃষ্টি করতে হলে সামহোয়্যার ইন ব্লগে যান। অনেকেই সাহায্য করবে। টেকটিউনস নয়।
ভুলটা কার সেটা আমি জানিনা। এ কথা টিউনে ব্র্যাকেটে লেখা আছে। কিন্তু ভুলটা অবশ্যই মস্তবড়। আপনি টুইটার ব্যবহার করেন? জানেন টুইটার কী? গুগলে সার্চ দিয়ে টুইটারের সংজ্ঞা শিখুন আর যারা টুইটার ব্যবহার করে তাদেরকে উপরের লেখাটা দেখান। টুইটারকে ব্লগসাইট বলা আর একইসঙ্গে স্ট্যাটাস আপডেটকে লেখা প্রকাশ বলা “তিলকে তাল করা নয়, বরং তালকে নারকেল করার মতোই”। এটা মস্তবড় ভুল। সম্পূর্ণ ভুল ধারনা দেয়া হয়েছে টুইটার সম্পর্কে।

তাওহীদুল হাসান, আমি নিশ্চিতভাবে ওনার ভুল বলিনি। ভুলটা ওনারও হতে পারে, প্রথম আলোর “তথাকথিত” ডেস্কেরও হতে পারে। মূল বিষয় হলো একটা ভুল তথ্য বা ভুল সংজ্ঞা প্রথম আলোর মতো পত্রিকায় মোটেই প্রত্যাশিত নয়।

আর হ্যাঁ, ভুলটা অবশ্যই আহামরি। আপনার ভাষায় “নাচতে নাচতে” জানানোর উপযোগী একটা ভুল এটা।

Level 0

bai mehdi bai to onek valo . manus matro vul so ter vul haote pare ata kono baper na baia ……tnx ter bul ta apni right kore disen

সজীব যেটা বলেছে অবশ্রই রাইট