আমরা অনেকেই অনলাইনে আউটসোর্সিং করতে চাই- কিন্তু কিভাবে শুরু করতে হয়- জানুন

ইচ্ছে থাকলে উপায় হয়, তাই বেকার বসে না থেকে কিছু করুন। আউটসোর্সিং হতে পারে খুব ভালো একটি মাধ্যম। এর জন্য যা দরকার- যে কোন বিষয়ে অভিজ্ঞতা। আপনি যদি মিউজিক এ অভিজ্ঞ হন, তবুও সেই স্কিল আপনি অনলাইনে সেল করতে পারবেন। আবার আপনি যদি যে কোন টপিক নিয়ে লেখা লেখি করতে পারেন, তা দিয়েও আপনি আউটসোর্সিং করতে পারবেন। তবে সব থেকে ভালো হয়, আপনার যদি ভালো কোন টেকনিক্যাল স্কিল থাকে। এই যেমন ধরুন - ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট! এছাড়াও আরো অনেক ক্যাটাগরি আছে, তবে টপে আসলে ওয়েব ডিজাইন ও ওয়েব ডেভেলপমেন্ট। এইওব ক্যাটাগরিতে খুব সহজেই কাজ পাওয়া যায়। এছাড়াও - এস ই ও, এডমিন সাপোর্ট, গ্রাফিক্সস ডিজাইন, ডিজিটাল মার্কেটিং সহ আরো কিছু ক্যাটাগরি আছে। কিন্তু সমস্যা হলো - কম্পিটিটর। এসব ক্যাটাগরিতে কম্পিটিটর অনেক বেশি।

আমি নানা বিষয় নিয়ে লিখতে পারি / আমি একটা ইংরেজি লেখা দেখে সেটা ইউনিক ভাবে লিখতে পারি, আমার এই স্কিল দিয়ে কি আউটসোর্সিং সম্ভব?
- অবশ্যই সম্ভব, এখানে চেস্টা করতে পারেন- http://www.jobworktask.com/job - লেখা লেখি করে আউটসোর্সিং করুন

শিখবেন কিভাবেঃ
ইচ্ছে থাকলে উপায় হয়। এসব শিখতে আপনাকে কোথাও যেতে হবে না। আপনি বাড়ী বসেই ইউটিউব বা ব্লগের মাধ্যমে শুরু করতে পারেন আপনার পড়াশুনা। তারপর অনলাইন মার্কেটপ্লেসে একজন ফ্রী ল্যান্সার হিসেবে যোগ দিতে পারেন। তাছাড়া, একজন গুরু বা শিক্ষক থাকলে মন্দ হয় না। সে ক্ষেত্রে খুব সহজেই দক্ষতা অর্জন করা যায়। যেমন টিউটোরিয়াল দেখার পরেও অনেক সময় বুঝতে অসুবিধা হয়। তাই কোন ট্রেনিং সেন্টারে এমন একজনকে খুঁজুন- যে আসলে ফ্রিল্যান্সিং পেশায় দির্ঘদিন যুক্ত। বেশিরভাগ সময়ে - দক্ষ ফ্রিল্যান্সার কে পাওয়া যায় না। কারন তারা আসলে নিজের কাজেই ব্যাস্ত আর অনলাইনে যারা আউটসোর্সিং করে, তারা আসলে খুব একটা সময় অনুযায়ী চলতে পারে না। তাই বিভিন্ন ট্রেনিং সেন্টারে ফ্রিল্যান্সার দের পাওয়া যায় না।

৫/৭ বছর ফ্রিল্যান্সিং এ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কাছ থেকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শিখুন

- http://www.jobworktask.com/online-course/

ফ্রিল্যান্সিং শিখুন ফ্রিল্যান্সার এর কাছ থেকেঃ
আপনি নানা ধরনের ট্রেনিং সেন্টারে জয়েন করার আগে জেনেনিন তিনি আসলে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং পেশায় আছেন কি না। যদি হ্যা হয়, আপনি তার প্রফাইল লিংক জানতে চাবেন। এরপর সেটি দেখে আপনি নিজেই বুঝতে পারবেন যে, আপনি আসলে কার কাছে শিখছেন।

৫/৭ বছর ফ্রিল্যান্সিং এ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কাছ থেকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শিখুন

- http://www.jobworktask.com/online-course/

অনলাইনে ফ্রিল্যান্সিং (কোর্স) শেখার কোন উপায় আছে কিঃ
হ্যা, বাহিরের উন্নত দেশ গুলোতে অনলাইনে ট্রেনিং নেয়ার সিস্টেম আছে। বাংলাদেশে তেমন নেই- তবে আমি একটা ওয়েব সাইট শেয়ার করতে পারি- যেখানে আপনি ৫/৭ বছর ফ্রিল্যান্সিং এ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কাছ থেকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শেখা শুরু করতে পারেন। ভার্টুয়াল ক্লাস রুম, ভয়েজ চ্যাট সিস্টেম, সরাসরি আপনার কম্পিউটার চালোনা এর মধ্যমে হাতে কলমে শিক্ষাদান পদ্ধতি.। .। .।

৫/৭ বছর ফ্রিল্যান্সিং এ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কাছ থেকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শিখুন

- http://www.jobworktask.com/online-course/

কোর্স সমুহঃ
১ এম এস অফিস কোর্স
২ ওয়েব ডিজাইন
৩ ওয়েব ডেভেলপমেন্ট
৪ সি এম এস – ওয়ার্ডপ্রেস
৫ গুগল এডসেন্স + ওয়েব ডিজাইন+ওয়ার্ডপ্রেস

৫/৭ বছর ফ্রিল্যান্সিং এ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তির কাছ থেকে ফ্রিল্যান্সিং বা আউটসোর্সিং শিখুন - http://www.jobworktask.com/online-course/

Level 0

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফ্রিল্যান্সিং এ সফল হতে কঠোরভাবে কাজ শেখার বিকল্প নেই

কাজ শেখা বলতে SEO , GRAPHICS , WEB DESIGN , BLOGGING , VLOGGING যাই হোক একটা কিছু ।