আমার মতে জীবনের সব থেকে কঠিন ও সুন্দর (দুটোই) বেকার সময়। ফ্রী সময় খুব কঠিন একটা বিষয়- সময় ব্যয় করার জন্য একটা ভালো বই খুব ভালো একটা মাধ্যম হতে পারে। তবে আর্থিক ভাবে সচ্ছল না হলে, বই পড়ার সুযোগ খুব একটা হয় না। এই বেকারত্বকে দূর করার আশাকরি না, একটু চেস্টা করলেই আসলে বেকারত্ব থেকে মুক্তি মিলতে পারে। শুন্য থেকে আসলে শুরু করতে গেলেও অর্থের প্রয়োজন। একটা শো রুম দিবেন- অর্থের প্রয়োজন। যাই করতে যান/চান না কেন অর্থর প্রয়োজন আছেই। তবে সঠিক জায়গায় এর ব্যবহার করাটা সবথেকে গুরুত্বপুর্ন।
ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং শুরু করতে পারেনঃ ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং শুরু করতেও অর্থের প্রয়োজন আছে। এই যেমন ধরুন একটা কম্পিউটার বা ল্যাপ্টপ দরকার, নেট কানেকশন দরকার, স্কিল তৈরীর জন্য ট্রেনিং দরকার। এখন সাধারণত প্রায় সকলেরই কম্পিউটার/ল্যাপটপ আছে। তাহলে বাকি কাজ- স্কিল তৈরী করা।
ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং এ - কি ভাবে নিজেকে তৈরী করবেনঃ ইউটিব থেকে ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন। এছাড়াও নানা ব্লগ/ওয়েসাইট থেকে সাহায্য পেতে পারেন। তবে দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং দরকার। আপনি নানা জায়গায় এসব ট্রেনিং সেন্টার পাবেন। সেখানে গিয়ে পছন্দের মতো কোর্স করে শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং। আবার অনলাইনেও ঘরে বসেই কোর্স করতে পারেন দক্ষ ফ্রিল্যান্সার দের কাছ থেকে। ফ্রিল্যান্সিং/আউটসোর্সিং- বেকারত্ব দূরীকরণের মাধ্যম কিন্তু সরকারি চাকুরির বিকল্প নয়। তাই সরকারি চাকুরিকে বাদ দিবেন না কখনো।
আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
https://tipslearnings.com/আপনি-কি-একজন-ওয়েব-ডিজাইন/