গুগল এডসেন্স- গুগল এ চাকুরি- গুগল এ চাকুরি টাইপ

কাজঃ ফেইসবুকে যেমন নানা বিষয় নিয়ে টিউন করেন, ঠিক তেমনি আপনার একটি ওয়েব সাইটে নিয়মিত টিউন করবেন। আপনার যে কোন পছন্দের টপিক নিয়ে লেখা লেখি করবেন। দিনে ৩ ঘন্টা, আর যদি পারেন ৪/৫ ঘন্টা সময় দিলেন। যতো সময় দিবেন, ততো লাভ হবে।

 

তৈরী করে নিন একটি ওয়েব সাইট ও গুগল এডসেন্স- http://www.jobworktask.com/google-adsense/

গুগল এ চাকুরি - গুগল এ চাকুরি ঠিক না, গুগলের সাথে কাজ করা (সরা সরি)। আপনি জানেন কি, গুগল এডসেন্স কে সোনার হরিন বা সরকারি চাকুর এর সাথে তুলনা করা হয়।
কি ভাবে টাঁকা আসবেঃ আমরা টিভিতে অনুষ্ঠানের পাশা পাশি এড দেখি। ঠিক সে রকম আপনার ওয়েব সাইটে গুগল এড দিবে আর সেখান থেকেই আপনার একাউন্টে টাঁকা জমা হবে।

কি পরিমান টাঁকা উপার্জন করা যেতে পারেঃ ১০ হাজার থেকে ৫ লক্ষ+ টাঁকা উপার্জন করা যেতে পারে।

সতর্কতাঃ ভুলেও নিজে নিজে এড এ ক্লিক করবেন না এবং অন্য কেও ক্লিক করার কথা বলবেন না। এমন লেখা টিউন করবেন, যা আগে কখনো কোথাও টিউন হয়নি।

 

তৈরী করে নিন একটি ওয়েব সাইট ও গুগল এডসেন্স- http://www.jobworktask.com/google-adsense/

কি দরকারঃ একটা উন্নত মানের ওয়েবসাইট। আপনার শুধু ওয়েবসাইট থাকলেই হবে না। সেটার গুগল ভেরিফিকেশন সহ সাইটম্যাপ, ইউনিক কন্টেন্ট, সিম্পল / ক্লাসিক ডিজাইন থাকতে হবে।

 

এরপর করণীয়ঃ ধরুন আপনি পরক্ষায় পাশ করলেন এখন আপনার সার্টিফেকেট আছে। এখন আপনাকে চাকুরির জন্য এপ্লিকেশন করতে হবে, পরীক্ষায় অংশগ্রহন করতে হবে। গুগল এর জন্য প্রায় ১ মাস+ সময় নিবে। এই সময় পর্যন্ত আপনি আপনার ওয়েব সাইটে নানা বিষয় নিয়ে লেখা লেখি করবেন। এপ্রুভ হলেই - ব্যাস আপনি গুগল থেকে টাঁকা পেতে শুরু করবেন।

 

তৈরী করে নিন একটি ওয়েব সাইট ও গুগল এডসেন্স- http://www.jobworktask.com/google-adsense/

Level 0

আমি আসাদুজ্জামান শুভ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস