আপনি কি চেহারায় বয়সের ছাপ নিয়ে চিন্তিত? আর নয় চিন্তা, এসে গেছে সমাধান

“কভার কোকো লন্ডন লাক্সারি গোল্ড ফেস সেরাম”

বয়সের ছাপ দূর করার সেরাম।

এই সেরাম কুচকে যাওয়া ত্বক টানটান করে, মুখে বয়সের ছাপ, চোখের নিচের কালো দাগ দূর করে। আপনার ত্বকের ডেড সেল গুলিকে পরিষ্কার করে ত্বক উজ্জল করতে সহায্য করবে। সকল ধরেনের ত্বকে ব্যবহার করা যায়। ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে।

বিষেশ উপকারিতা সমুহ:

✓ এটি ব্যবহারে আপনার ত্বকে স্বর্নের আভা ছড়াবে।

✓ ত্বককে নিখুঁত ও মসৃণ করে তুলবে।

✓ মুখের বয়স্ক ভাব দূর করতে সাহায্য করে।

✓ ত্বকের কালো ও বাদামি দাগ দূর করবে।

✓ যাদের ত্বকে গর্ত রয়েছে তাদের গর্ত দূর করবে।

✓ ব্রনের কালো দাগ ও অবশ্যই ব্রনের গর্ত কমাতে সাহায্য করে।

ব্যবহারঃ

ফেসওয়াশ দিয়ে আপনার মুখ পরিস্কার করে নিন। তারপর ড্রপারটির সাহায্যে একটু সেরাম  নিয়ে আপনার ত্বকে ম্যাসাজ করে মিশিয়ে দিন। রাতে ঘুমানো আগে ব্যবহার করতে পারেন, সকালে মুখ ধুয়ে ফেলবেন। কোন পার্শপ্রতিক্রিয়া নেই ৷

বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুনঃ

Covercoco London 24K Luxury Gold Ampoule 99.99%Pure Gold (face serum) 30ml

 

Level 0

আমি রাফি আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস