অনেক দামী দামী smartphone হয়তো সবাই দেখতেই পারে, কিন্তু অনেকেই কিনতে পারে না, যদিও কেনার ইচ্ছা থাকে অনেক। তাই তো Symphony ভুলেনি তাদেরকে, যাদের প্রয়োজন খুবই কম দামে android smartphone.
অনেকে হয়তো অবাক হবেন যে Symphony ২০১৯ সালে ও এতো কম দামে smartphone বের করলো, এই smartphone কিনবে কে! উত্তরটা হচ্ছে, অনেকেই কিনবে। কারন অনেকের কাছেই টাকা নেই দামী দামী smartphone কেনার, কিন্তু ইচ্ছা আছে একটি android smartphone ব্যবহার করার। তারাই কিনবে।
সব মোবাইল কোম্পানিগুলোর এটা মনে রাখা উচিত যে এটা বাংলাদেশ। এই দেশ এখনো এতো ধনী দেশ হয়নি যে সবার হাতে হাতে দামী smartphone থাকবে, যেমনটা থাকে উন্নত ধনী দেশগুলোতে। এমনকি তারা প্রতি বছর গাড়ী ও নতুন নতুন কিনে। একবছর ব্যবহার করা গাড়ী অন্য বছর ব্যবহার করে না।
যাই হোক, যাদের জানার ইচ্ছা আছে যে Symphony ৩ হাজার টাকায় এমন কি smartphone বের করলো, তারা ভিজিট করুন >>> Symphony E90
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।