OnePlus ব্রান্ডের smartphone গুলো আমাদের দেশে হয়তো অতো বেশি সবার হাতে হাতে দেখা যায় না, কারন হচ্ছে এর দাম অনেক বেশি। এক কথায় বলতে গেলে এরা কিছুটা iPhone কে অনুসরণ করার চেষ্টা করছে, কারন এরা বছরে মাত্র কয়েকটা smartphone বাজারে নিয়ে আসে আর সেই smartphone গুলোর মান যেমন ভালো হয়, তেমনি দাম ও অনেক বেশি থাকে।
আজকে আমরা কথা বলবো OnePlus 6T নিয়ে, যাতে আছে পেছনে dual camera আর সামনে single camera. তবে সামনে dual selfie camera থাকলে ভালো হতো, কারন দাম তো ৬০ হাজার এর উপরে। বিভিন্ন version আছে, RAM অনুযায়ী version আলাদা করা হয়েছে, মানে সব ঠিক থাকবে কিন্তু RAM আর Internal memory বেশি কম এর উপরে দাম নির্ভর করছে।
হয়তো এতো দামের মোবাইল কেনার সামর্থ্য আমাদের অনেকের নেই, তবুও অনেকে জানতে চায় নতুন নতুন দামী দামী মোবাইল গুলোতে কি কি আছে সেটা জানতে, OnePlus 6T সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাইলে >>> এই লিঙ্কে ক্লিক করুন
আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।