Samsung Galaxy S10 এর গোপন ডিজাইন ফাঁস হয়ে গেছে!

হয়তো বাংলাতে কেউ এমন কোনো টিউন এখনো করেনি। কারন খুব বেশি সময় হয়নি Samsung Galaxy S10 এর ডিজাইন ফাঁস হয়েছে। তাই অবশ্যই আপনি নিজেকে একটু হলেও Lucky ভাবতে পারেন। কারন যেই দেশে Samsung Galaxy S10 বানানো হয়েছে হয়তো সেই দেশের মানুষ ও এখনো এর ডিজাইন কেমন হবে সেটা দেখেনি। তবে আস্তে আস্তে সব জায়গায় ছড়িয়ে পরবে।

ছবিতে বলা হচ্ছে যে Samsung Galaxy S10 এর ৩ টি version বাজারে আসবে। Samsung Galaxy S10+,  Samsung Galaxy S10,  Samsung Galaxy S10 Lite, এই ৩ মডেলের আসবে Samsung Galaxy S10 যাদের display হবে যথাক্রমে 6.4 inches, 6.1 inches, 5.8 inches. ডিজাইটা কিন্তু দারুন, তাই না?

যতোটা বোঝা যাচ্ছে যে Samsung Galaxy S10+ এর মধ্যে থেকছে সামনে dual camera আর পেছনে কয়টা থকাবে আল্লাহই ভালো জানে। আর Samsung Galaxy S10 ও Samsung Galaxy S10 Lite এর মধ্যে সামনে ১টা camera দেখা যাচ্ছে।

যেহেতু এখনো official ভাবে Samsung কিছুই বলেই, আর ছবিটা ও ফাঁস করে দিয়েছে কেউ, Samsung নিজে কিছুই বলেনি, তাই হয়তো mobile29.com ওয়েবসাইটে কোনো আপডেট পাবেন না, তবে যখন Official ভাবে Samsung বাজারে আনবে এই smartphone তখন mobile29.com ওয়েবসাইটে দাম সহ বিস্তারিত দেয়া থাকবে। এখন আপাতত অন্যসব নতুন মোবাইলের আপডেট পেতে ভিজিট করুন mobile29.com

Level 4

আমি মোঃ রাহিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস