আত্ম-উন্নয়ন মূলক সেরা বই সমূহ না পড়লেই মিস করবেন!

নেপোলিয়ন হিল:

প্রথমে তার কথা বলে নি. তিনি হচ্ছেন সর্বপ্রথম আত্নউন্নয়নমূলক বই এর লেখক.
তিনি ধনী মানুষের রহস্য জানার জন্য একসময়কার বিশ্বের সেরা ধনী এন্ডু কার্নেগীর পরামর্শ নেন.
এন্ডু কার্নেগী তার জন্য তাকে ২০ বছর আমেরিকার সেরা সফল & ধনী মানুষ দের সাক্ষাতকার নিতে বলেন।
নেপোলিয়ন তাতে রাজী হয়ে যায়.
নেপোলিয়ন হিল এর লিখা এ ২ টি বই গত ৮০ বছর ধরে এখন পর্যন্ত বাজারের বেস্ট সেলার.
৮০ বছর এর আগের বই বেস্ট সেলার মানে বুঝতেছো? তার বই এর প্রতিটা লাইন প্রটিটা ওয়ার্ড
তোমার জীবন কে নাড়া দিবে। তার বই এ আমি অপ্রয়োজনীয় কোন লিখা দেখি নি.
তার সব লিখা ২০ বছর গবেষণায় ফসল.

 

থিংক এন্ড গ্রো রিচঃ-

গুগলে গিয়ে এটার রিভিউ দেখে আসো সারা বিশ্বের সফল মানুষরা এটিকে নিয়ে কেমন প্রশংসা করছে?
বিল গেটস, মার্ক জুকারবার্গ, ইলন মাস্ক ও এটা পড়া বাদ দে নি.
পৃথিবীর সেরা ১০ টি আত্নউন্নয়মূলক বই নাম দিয়ে সার্চ করলে থিংক এন্ড গ্রো রিচ কে
দেখবা সবার আগে। বর্তমান আমেরিকান সেরা লেখক ব্রায়ান ট্রেসি কে সবাই চিনো, উনি ৩ টি বই পড়ার জন্য
সবাইকে পরামর্শ দেন তার মধ্য থিংক এন্ড গ্রো রিচ ছিলো সবার আগে।
তারপর দ্যা পাওয়ার অব পজিটিভ থিংকিং.থিংক এন্ড গ্রো রিচ পড়লে মূলত ধনী হওয়ার রহস্য বুঝবা.
তারপর তোমাকে কেও বলে দিতে হবে নাহ তুমি যা কিছু যাও, তা কিভাবে অর্জন করতে হয়।

 

সাক্সেস থ্রো এ পজিটিভ মেন্টাল এটিটিউটঃ-

অনেকে বলে, পড়তে ভালো লাগে নাহ? কাজ করতে ভালো লাগে নাহ? আপনি যদি অলস হয়ে থাকেন
এ বই টি পড়ার পর কখনো পূর্বের ন্যায় অলসতা দেখাতে পারবেন নাহ.জীবনে নির্দিষ্ট লক্ষ
পূরনের জন্য নিজেকে নিজেই চ্যালেঞ্জ জানাবেন.

যারা হতাশায় ভুগছে সারাদিন, যারা জীবনের কোন লক্ষ খুঁজে পাচ্ছে নাহ, যাদের স্বপ্ন জীবনে
বড় কিছু করার তারা এ বই টি পড়ে দেখতে পারেন.

এ বই পড়ে যেটা আপনার সবচেয়ে বেশি লাভ হবে তা হচ্ছে

১) আপনি ইতিবাচক চিন্তাভাবনা করতে শিখবেন.

২) আপনার পারসোনালিটি বেড়ে যাবে অনেক.

৩) ছোট চিন্তাভাবনা করবেন নাহ.

৪) আপনার মনের ভয় ভীতি সব দূর হয়ে যাবে.

৫) নিজেকে নতুন ভাবে আবিষ্কার করতে পারবেন.

৬) সুখের সন্ধান পাবেন…

৭)১৭ টি সাফল্যের রহস্য খুঁজে পাবেন.আরো অনেক কিছু

 

যাইহোক, বই গুলো আমরা বিক্রির জন্য বিজ্ঞাপণ দেই নি. অনেকেই বলে এসব বই পড়ে কি লাভ?
হ্যা এসব বই তোমাকে চাকরি পেতে সহায়তা করবে নাহ। বাট এসব বই পড়লে তোমার ক্রিয়েটিভ
শতগুণ বেড়ে যাবে.এরকম ১০০০ মানুষের চাকরি তুমি নিজেই সৃষ্টি করতে পারবা।
কারন এ বই গুলোর জ্ঞান সব বাস্তবিক।

আমাদের একাডেমি বই এর জ্ঞান কার্যক্ষেত্রে প্রয়োগ করা প্রায় অসাধ্য.

 

বই গুলো নিতে Smart Way BD তে ইনবক্স করতে পারেন।

অথবা কল করতে পারেন ০১৬৮৭ ৮৩৬৬৮৮ এই নাম্বারে

Level 1

আমি Amran Hossain Ador। Software Developer, iSoft, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 12 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস