আপনার ব্যবসার প্রতিটি পদক্ষেপ দ্রুত ও নির্ভুল ভাবে পরিচালনার জন্য আমরা নিয়ে এসেছি স্বল্পমুল্যে বিশ্বমানের ব্যবসা ব্যবস্থাপনা সফটওয়্যার। সফটওয়্যারটি দিয়ে সহজে হিসাব রক্ষণের পাশাপাশি পুরো ব্যবসায়িক কার্যক্রমকে অনলাইনে নিয়ে আসতে পারবেন।
ব্যবসা পরিচালনার আধুনিক সফটওয়্যারটি আপনি চাইলে এখনি আপনার প্রতিষ্ঠানে ব্যবহার শুরু করতে পারবেন! ব্যবসা পরিচালনার সামগ্রিক বিষয় হাতের মুঠোয় আনার মাধ্যমে আপনাকে আরও সফল করার জন্য সর্বোত্তম গ্রাহক সেবার নিশ্চয়তা নিয়ে আপনার পাশে আছি।
EXTREME OFFICE আপনার ভার্চুয়াল ম্যানেজারঃ
সফটওয়্যারটি আপনাকে সকল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। পাশাপাশি আপনার ব্যবসায়িক অগ্রগতিতে কোন কর্মীর কি অবদান তা আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে কাজ ও উপস্থিতির ভিত্তিতে, মাস শেষে স্যালারিশীট তৈরীর মত জটিল কাজ ও এখন থেকে তৈরী হবে মুহূর্তের ভিতর।
EXTREME OFFICE আপনার ভার্চুয়াল একাউন্টেন্টঃ
এমন একজন দক্ষ একাউন্টেন্ট যার কাছ হতে আপনার ব্যবসায়িক তথ্য তাৎক্ষণিক যে কোন অবস্থায় যে কোন সময় নিতে পারবেন।
EXTREME OFFICE আপনার ভার্চুয়াল সেলসম্যানঃ
নতুন গ্রাহক খোঁজার পাশাপাশি আপনার পুরাতন সকল গ্রহকদের সাথে স্বয়ংক্রিয় যোগাযোগ রাখবে। বিক্রয় বাড়াতে নতুন নতুন সম্ভাবনা বের করা ও উন্নত গ্রাহকসেবার মাধ্যমে সেলস, মার্কেটিং এর সকল কাজকে সুশৃংখল করার সফটওয়্যার আর কোথাও পাবেন না।
উপরোক্ত সেবার পাশাপাশি আরো অসংখ্য সুবিধা সম্বলিত সফটওয়্যারটি আপনার প্রতিষ্ঠানে ব্যবহার শুরু করতে
চাইলে extreme-office.com ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে নিন।
ওয়েবসাইটটি তে গিয়ে ভিডিও টিটোরিয়াল গুলো বা অপারেশন ম্যানুয়েল পড়ে তাৎক্ষণিক খুব সহজে ডাটা এন্ট্রি
শুরু করতে পারবেন।
আরও বিস্তারিত জানতে কল করুনঃ ০১৬১৩ ৯৮৭ ৩৬৩
আমি জাফর আহাম্মেদ। Marketing-Manager & Designer, Extreme Solutions, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।