যেভাবে Metasploit Framework দিয়ে অ্যান্ড্রয়েড ফোন হ্যাক করবেন চলুন দেখে যাক

সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউনের প্রথম পর্ব।
তাহলে চলুন শুরু করি?

বিঃদ্রঃ এই টিউটোরিয়ালটি শুধু মাত্র শেখানোর জন্য। এই টিউটোরিয়াল ব্যবহার করে কেউ কারো ক্ষতি করে থাকলে তার দায় ভার আমি বা টেকটিউনস কোনো ভাবেই দায়ী থাকবে না।

চলুন শুরু করা যাক।

প্রথমে প্লে স্টোর থেকে Termux ডাউনলোড করুন।

    অবশ্যই যা না হলেই নাঃ

  • আপনার ফোনটি অবশ্যই ললিপপ (৫.০০ ভার্সন) না তার বেশি হতে হবে।
    আপনার ফোনে Termux ডাউনলোড করে নিন। (যদি না থাকে)
  • সর্ব নিম্ন ১ জিবি ফাঁকা যায়গা লাগবে খুব ভালভাবে কাজ সম্পন্ন করার জন্য।

তাহলে চলুন স্টেপ বাই স্টেপ কাজ শুরু করা যাক?
১# প্রথমে এখান থেকে Termux ডাউনলোড করুন
এবং ইন্সটল করে ফেলুন।
২# এখন আমরা Metasploit Framework ইন্সটল করবো।
তাহলে চলুন ইন্সটল শুরু করি?
আমাদের আগে Wget স্ক্রিপট ডাউনলোড করতে হবে
কমান্ড সেকশনে লিখুন "pkg install wget"
অপেক্ষা করুন যতক্ষণ না ডাউনলোড হবে।
ডাউনলোড হয়ে গেলে "cd $HOME" লিখুন, এটা লিখে হোম মেনুতে চলে আসুন।
এখন আমাদের দরকার হবে Metasploit এর সব দরকারি স্ক্রিনশট ইন্সটল করার। তাহলে চলুন দেরি না করে ইন্সটল করে ফেলি।
কমান্ডে লিখুন "wget Auxilus.github.io/metasploit.sh"
৩# এর নতুন ডাউনলোড করা স্ক্রিনশট ইন্সটল করবো।
তাহলে চলুন ইন্সটল করি?
লিখুন "bash metasploit.sh"
এটা একদম লেটেস্ট স্ক্রিনশট।
যেটা আমাদের কাজ করতে আরো ভাল ভাবে সাহায্য করতে পারবে।

প্রথমেই আমাদের যেতে হবে Metasploit এর ডিরেক্টরিতে। যদি ইন্সটল করা না থাকে ইন্সটল করুন।
কমান্ডে লিখুন "cd metasploit-framework"
এন্টার প্রেস করুন।
এখন আমরা Metasploit রান করাবো। কমান্ডে লিখুন "msfconsole"
এখন হ্যাকিং এর All in one স্ক্রিপ্ট ইন্সটল করবো।
কমান্ডে লিখুন "pkg upgrade && pkg install git && pkg install curl && pkg install wget && pkg install nmap && curl -LO raw.githubusercontent.com/Hax4us/Metasploit_termux/master/metasploit.sh && chmod 777 metasploit.sh &&./metasploit.sh"
যদি V3rluchie's মেথডে ইন্সটল করতে চান তাহলে এটা ইন্সটল করতে পারেন
" pkg upgrade && pkg install curl && pkg install wget && pkg install git && git clone github.com/verluchie/termux-metasploit && chmod 777 termux-metasploit/install.sh && sh termux-metasploit/install.sh"
এটাতেও যদি কাজ করতে সমস্যা হয় তাহলে Tech-X3 's Trick এর স্ক্রিপ্ট ইন্সটল করতে পারেন।
"apt update && apt upgrade && apt install curl && curl -LO raw.githubusercontent.com/1Tech-X/Metasploit-4.16.12/master/metasploit.sh && chmod 777 metasploit.sh && sh metasploit.sh"
অনেকেই একটা সমস্যায় পরতে পারেন সেটা হলো এটা msfconsole Metasploit Framework ওপেন হবে না। তাই আপনাকে ম্যানুয়ালি ওপেন করতে হবে।
লিখুন "cd metasploit-framework./msfconsole
OR./msfvenom"
অনেকেই ম্যানুয়ালি করতে চাইবে না। যদি না চান তাহলে শর্টকাট ব্যবহার করতে পারেন।
"ln -s /data/data/com.termux/files/home/metasploit-framework/msfconsole
mv msfconsole $PREFIX/bin"
"ln -s /data/data/com.termux/files/home/metasploit-framework/msfvenom
mv msfvenom $PREFIX/bin"
আজকে এতোটুকু নিয়ে প্রাকটিস করতে থাকুন আসবো আগামীতে আবার বাকি অংশ নিয়ে।
সে পর্যন্ত ভাল থাকুন সুস্থ্য থাকুন।
আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।

Level 8

আমি মামুন। COO, Injaazh Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস