বাচ্চার যত্নে সাধারণত মায়েরাই বেশি সময় দিয়ে থাকেন। তাই, বাচ্চার সাথে মায়ের সম্পর্কটাও হয়ে থাকে দৃঢ়। তবে, মায়ের পাশাপাশি বাবারও সন্তানের জন্যে সময় দেওয়া আবশ্যক। কারণ, বাচ্চার জন্মের পরপরই মায়ের সংস্পর্শ এবং, দুই-এক মাস পর বাবার সংস্পর্শ বুঝতে পারে। এর কারণ হচ্ছে, বাবা-মায়ের শরীরের গন্ধ। বাবা-মায়ের গন্ধ বাচ্চার মনে নিরাপত্তাবোধ তৈরি করে। তাই, শিশুর বেড়ে ওঠার ক্ষেত্রে বাবারও ভুমিকা থাকা উচিৎ।
চলুন দেখে নিই, কিভাবে বাচ্চার সাথে বাবার সুসম্পর্ক স্থাপন করা যায়ঃ
বাচ্চার ভালোর জন্যে অনেক ক্ষেত্রে এটা-ওটার জন্যে বাবা নিষেধাজ্ঞা জারি করে থাকেন। তবে চেষ্টা করবেন বাধা না দিতে। বাচ্চার জন্যে অমঙ্গল কিছু বয়ে আনতে পারবেনা, এমন হলে বাচ্চার সাথে সাথে থেকে বাচ্চা কি করে সেইদিকে লক্ষ্য রেখে সেইকাজ করতে দেওয়া উচিৎ। বাচ্চারা অযথা কোন কাজে বাধা দেওয়া পছন্দ করেনা।
আরেকটি গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে, বাচ্চার যত্নে বাবার অংশগ্রহণ। সারাদিন অফিসের কাজ করে সন্ধ্যায় বাসায় এসে শরীরে ক্লান্তি নিয়ে যদি বসে থাকেন, তাহলে বাচ্চার সাথে কখনই সুসম্পর্ক স্থাপন করা সম্ভব হবেনা। মায়ের সাথে সাথে, বাবারও বাচ্চার যত্নে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন। বাচ্চাকে খাওয়ানো, গোসল করানো ইত্যাদিতে অংশগ্রহণ, বাচ্চার মনে বাবার জন্যে শ্রদ্ধা এবং ভালবাসার সম্পর্ক সৃষ্টি হবে। এবং বাচ্চার জন্য ডায়াপার অর্ডার করতে পারেন অনলাইন গ্রোসারি শপিং সাইট চালডাল ডটকম থেকে। মনে করাটাই স্বাভাবিক যে, বাচ্চা আর কত কি বুঝে? কিন্তু বাচ্চা, শিশু অবস্থা থেকেই তার পারিপার্শ্বিক অবস্থা দেখে, বুঝে সেইভাবে চলতে চেষ্টা করে। সে আলাদাভাবে বাবা অথবা মায়ের আদর বুঝতে শিখে।
বাচ্চারা আদর পছন্দ করে। তাই, সময় পেলেই বাবাদের উচিৎ, সন্তানকে কোলে নিয়ে আদর করা, তার সাথে খেলাধুলা করা এবং একপ্রকার এটাচমেন্ট তৈরি করা।
অতএব, কাজের ব্যস্ততায় বাবার সময় নাও থাকতে পারে বাচ্চাকে অধিক পরিমাণে সময় দেওয়ার। তবুও, শিশুর বেড়ে ওঠায় যেন কোন ঘাটতি না থাকে, সেইদিকে বাবার খেয়াল রাখা উচিৎ। সময় বের করে নিতে হবে যেকোনো ভাবে। তাহলেই বাচ্চার সাথে গড়ে উঠবে বাবার ভালবাসার সুসম্পর্ক।
আমি মিখায়েল রেমা। Executive, Communication & Public Relation, Chaldal.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।