শীতকালীন ও নতুন বছরের অফারে দাম কমলো ওয়ালটনের বেশ কিছু স্মার্টফোনের

শীতের আমেজ আর আসছে নতুন বছর উপলক্ষে ওয়ালটন তাদের বেশ কিছু স্মার্টফোন এর দাম বেশ কমিয়েছে।  আর এই দাম কমার ফলে ওয়ালটন এর এসব স্মার্টফোন কেনা একজন সাধারন গ্রাহক এর কাছে হবে আরো বেশি সহজ।  যে যে মডেল এর স্মার্টফোনের দাম কমেছে, এগুলো হল ঃ প্রিমো এফ৭,  প্রিমো এইচ৭,  প্রিমো জিএম৩,  প্রিমো আর৫,  প্রিমো এইচএম৪ এবং এইচএম৪ আই, প্রিমো জেডএক্স৩ এবং প্রিমো এস৬ ইনফিনিটি।  এই আর্টিকেলে বিস্তারিত উল্লেখ করা হলঃ

ওয়ালটন প্রিমো এফ৮

আগের দাম ৫০৯৯ টাকা বর্তমান দাম ৪৭৯৯ টাকা।  স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৭.০ নগাট অপারেটিং সিস্টেম।  একে পরিচালনা করে মিডিয়াটেক এর ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম।  জিপিইউ থাকছে মালি-৪০০।  সামনে এবং পিছে উভয় পাশেই থাকছে ৫ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা।  ফোনটি ধুসর এবং সোনালি কালারে বাজারে পাওয়া যাচ্ছে।  তবে ফোনটি ৪জি সাপোর্টেড নয়। সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দিবে এর ২০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি।  বিস্তারিত জানতে > 

ওয়ালটন প্রিমো এইচ৭

আগের দাম ৭৫৯৯ টাকা বর্তমান দাম ৬৯৯৯ টাকা।  স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৭.০ নগাট অপারেটিং সিস্টেম।  থাকছে ৫.৫ ইঞ্চি ১৮ঃ৯ রেসিও ফুল ভিউ ডিসপ্লে; যেটি ২.৫ ডি কারভড।  একেও পরিচালনা করে মিডিয়াটেক এর ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম।  জিপিইউ থাকছে মালি-৪০০।  সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছে থাকছে ৮ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা, উভয় পাশেই থাকছে এলইডি ফ্ল্যাশ।  ফোনটি কালো এবং সোনালি কালারে বাজারে পাওয়া যাচ্ছে।  তবে ফোনটি ৪জি সাপোর্টেড নয়।  সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দিবে এর ২৮৫০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি। বিস্তারিত জানতে >

ওয়ালটন প্রিমো জিএম৩

আগের দাম ৭১৯৯ টাকা বর্তমান দাম ৬৮৯৯ টাকা।  স্মার্টফোনটি পাওয়ারড বাই অ্যান্ড্রয়েড ৮.১ অরিও (গো ভার্সন) অপারেটিং সিস্টেম।  থাকছে ৫.৩৪ ইঞ্চি ১৮ঃ৯ রেসিও ফুল ভিউ আইপিএস ডিসপ্লে; যেটি ২.৫ ডি কারভড।  ডিভাইসটি ৪জি সাপোর্টেড।  একে পরিচালনা করে  ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম।  জিপিইউ থাকছে পাওয়ার ভিআর রগ জিই-৮১০০ মডেল।  সামনে আছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা এবং পিছে থাকছে ১৩ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা, উভয় পাশেই থাকছে এলইডি ফ্ল্যাশ।  ফোনটি কালো, নীল এবং সোনালি কালারে বাজারে পাওয়া যাচ্ছে।  ফোনটি ৪জি সাপোর্টেড। সম্পূর্ণ ডিভাইসকে ব্যাকআপ দিবে এর ৪০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারি, যা এর অন্যতম প্লাস পয়েন্ট।  বিস্তারিত জানতে >

ওয়ালটন প্রিমো আর৫

আগের দাম ৯৯৯৯ টাকা বর্তমান দাম ৯৩৯৯ টাকা। থাকছে ৫.৭২" ১৮:৯ রেশিও ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড; স্ক্রাচ প্রটেক্টিভ গ্লাস।  ফ্রন্টে থাকছে ৮ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ আর রিয়ারে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ। একেও পরিচালনা করে  ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে থাকছে ২ জিবি ডিডিআর৩ রাম এবং ১৬ জিবি রম।  ব্যাকআপ দিবে ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি, আর সফটওয়্যারে থাকছে ৮.১ অরিও অপারেটিং সিস্টেম।  জিপিইউ হিসেবে থাকছে পাওয়ার ভিআর রগ জিই-৮১০০ মডেলটি।  ফোনটি ৪জি সাপোর্টেড।  বিস্তারিত জানতে >

ওয়ালটন প্রিমো এইচএম৪ এবং এইচএম৪ আই

ফোন দুটিরই আগের দাম ৭৪৯৯ টাকা, বর্তমান দাম ৬৯৯৯ টাকা।  থাকছে ২.৫ ডি কারভড ৫.৫ ইঞ্চি আইপিএস ডিসপ্লে।  একেও পরিচালনা করে মিডিয়াটেক এর ১.৩ গিগাহার্জ কোয়াড কোর প্রসেসর; যার সাথে আছে ১ জিবি র‍্যাম এবং ৮ জিবি রম।  জিপিইউ থাকছে মালি-৪০০।  সামনে এবং পিছে উভয় পাশেই থাকছে ৮ মেগাপিক্সেল বিএসআই সেন্সর যুক্ত ক্যামেরা।  দুটি ডিভাইস এরই ব্যাটারি ব্যাকআপ ৩৮০০ মিলি অ্যাম্পিয়ার।  তবে ডিভাইস দুটিই ৪জি সাপোর্টেড নয়।  বিস্তারিত জানতে >

ওয়ালটন প্রিমো জেডএক্স৩

আগের দাম ২৭৯৯০ টাকা, বর্তমান দাম ২৪৯৯৯ টাকা।  স্মার্টফোনটিতে থাকছে অ্যান্ড্রয়েড ৭.০ নগাট অপারেটিং সিস্টেম।  থাকছে ৬ ইঞ্চি ২.৫ ডি কারভড আইপিএস ডিসপ্লে।  ৬৪ বিট ২.৫ গিগাহার্জ ওকটা-কোর প্রসেসর; যার সাথে আছে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি রম।  পিছে ১৩+৫ মেগাপিক্সেল এর ডুয়াল ক্যামেরা মডিউল এর পাশাপাশি সামনে থাকছে একটি ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।  এতে জিপিইউ হিসেবে থাকছে মালি টি৮৮০।  ফোনটি ৪জি সাপোর্টেড।  বিস্তারিত জানতে >

ওয়ালটন প্রিমো এস৬ ইনফিনিটি

আগের দাম ১৫৪৯০ টাকা বর্তমান দাম ১৪৪৯৯ টাকা। এর কম বেজেলের ডিসপ্লে এবং ডিসপ্লেটি ১৮:৯ হওয়ার কারনে একে ইনফিনিটি নাম দেয়া হয়েছে। দাম এর দিক দিয়ে বলতে হলে এটি একটি মিড বাজেট স্মার্টফোন। থাকছেকোয়াডকোর ১.৩ গিগাহার্জ সিপিইউ, জিপিইউ হিসেবে মালি টি-৭২০ জিপিইউ। ৩ জিবি ডিডিআর৩ র‍্যাম এবং ৩২ জিবি ইন্টারনারনাল স্টোরেজ, লেটেস্ট অ্যান্ড্রয়েড অরিও অপারেটিং সিস্টেম, সামনে ৮ মেগাপিক্সেল এবং পিছে ১৩ মেগাপিক্সেল ক্যামেরা। সর্বোপরি ৩০০০ এমএএইচ ব্যাটারি। ফোনটি ৪জি সাপোর্টেড।  বিস্তারিত জানতে > 

শীতকালীন এবং নতুন বছরের অফার হিসেবে ওয়ালটন এই স্মার্টফোন গুলোর দাম কমিয়েছে।  এখানে অনেক স্মার্টফোন এর দাম ৫০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত কমেছে, যা সাধারন ক্রেতাদের নিকট খুব দারুন এক সংবাদ।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস