হ্যালো বন্ধুরা, আমি মাহবুব সিফাত।
আপনাদের স্বাগত জানাচ্ছি প্রিয় ডটকমে আমার প্রথম বাস্তবতা ভিত্তিক সিরিজ "নীতি+রীতি" তে।
এখানে আমারা আমাদের সমাজের বিভিন্ন পিছিয়ে পড়া দিকগুলো নিয়ে আলোচনা করবো।
আলোচনা করবো সেইসব রীতি নিয়ে যেসব রীতির কারণে পিছিয়ে আছে দেশ ও জাতি।
আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সমাজের যেসব কুসংস্কার অথবা অপনীতি আমাদের বাধা হয়ে দাঁড়ায় আলোচনা করবো সেইসব দিক নিয়ে।
আলোচনার মাধ্যমে জাগিয়ে তুলবো সুপ্ত থাকা সত্যকে।
আমাদের উদ্দেশ্য এগিয়ে যাক সমাজ এগিয়ে যাক দেশ অপার দিগন্তে।
যেখানে থাকবেনা স্বপ্ন ভাঙ্গার ভয় থাকবে শুধু সত্য আর নীতির জয়।
রীতি থেকে নীতি নয়, বরং নীতি থেকে হবে রীতি।
বন্ধুরা, আমরা খুব শিঘ্রই আমাদের নীতি+রীতি'র ১ম পর্ব প্রকাশ করবো।
তাই, আপনারা টিউমেন্ট করে জানান আমরা কোন সমস্যা নিয়ে আলোচনা করবো।
টিউমেন্টে সমস্যার বিষয় লিখে জানান।
অপেক্ষায় রইলাম।
আমি মাহবুবুর রাহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মাহবুবুর রাহমান সিফাত। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,ইইই বিভাগ। বাস্তবতা এবং জীবনযাত্রা নিয়ে লিখতে পছন্দ করি। আমার দ্বারা একজন মানুষও উপকৃত হলে আমি ধন্য হব। 'পরাজিত ভোরে নতুন দিনের স্বপ্ন দেখুন, শত বাঁধা পেরিয়ে ছিনিয়ে আনুন জয়,জীবন মানে বেঁচে থাকা নয়,জীবন মানে রণক্ষেত্র,জীবন মানে বাস্তবতা। হাসিমুখে মানতে হবে বাস্তবতা আর যেতে হবে সেই...