ইন্টারনেটে এক সেকেন্ড যা যা হয়!

আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই? আশা করি ভাল আছেন। বর্তমানে আমরা কম বেশি সবাই ইন্টারনেট ব্যবহার করি।  এই যে বর্তমানে আপনি আমার এই লেখা টা পড়ছেন সেটা ও কিন্তু ইন্টারনেটের সাহায্যে পড়ছেন। ভাবুন তো আপনি সারাদিন ইন্টারনেটে কী কী করেন? যদি ইন্টারনেট না তাকতো তাহলে কী করতেন? বর্তমানে ইন্টারনেট মানুষের যোগাযোগ কে খুব সহজ করে দিয়েছে। এক অপরের সাথে আমরা খুব সহজে ও তাড়াতাড়ি যোগাযোগ করতে পারছি। ইন্টারনেট দিয়ে আমরা নিত্য নতুন অনেক কিছু জানতে ও শিখতে পারছি। তো বন্ধুরা এই পর্বে আমরা আলোচনা করবো ইন্টারনেটে এর সেকেন্ড এ কী কী হয়।  হ্যাঁ বন্ধুরা এক সেকেন্ড!  এক দিন ও নয়, এক ঘন্টা ও নয়। এক সেকেন্ড! হ্যাঁ বন্ধরা এক সেকেন্ড ইন্টারনেটে অনেক কিছু হয়।  এরপর আপনি নিজেই হিসাব করে মিলিয়ে নিয়েন যদি এক সেকেন্ড এত কিছু হয় তাহলে এক দিন যদি সমস্ত পৃথিবীতে ইন্টারনেট বন্ধ থাকে তাহলে কী হবে?

তাহলে বন্ধুরা চলুন জেনে নিই এক সেকেন্ড ইন্টারনেটে কী কী হয়.

১) গুগলে প্রতি এক সেকেন্ডে ছত্রিশ লাখ সাত হাজার গুগল সার্চ হয়।

২) ইউটিউবে প্রতি এক সেকেন্ডে একচল্লিশ লাখ ছেচল্লিশ হাজার ছয়শ ভিডিও দেখা হয়।

৩) আমরিকায় প্রতি এক সেকেন্ডে ছাব্বিশ লাখ পঞ্চাশ হাজার জিবি ব্যবহৃত হয়।

৪) টুইটারে প্রতি এক সেকেন্ডে চার লক্ষ ছাপান্ন হাজার টুইট করা হয় এবার ভাবুন ফেইসবুকে কত হতে পারে?

৫) শুধু মাত্র স্কাইপি তে এক সেকেন্ডে কল হয় এক লাখ  চুয়ান্ন হাজার দুইশত।

৬) উইকিপিডিয়া প্রতি এক সেকেন্ড ছয়শ টিউন/ইডিট করা হয়।

৭) অ্যামাজনে প্রতি এক সেকেন্ড এক কোটি আশি লাখ ট্রানজেকশন হয়।

৮) স্ন্যাপচ্যাটে এক সেকেন্ডে পাঁচ লাখ সাতাশ হাজার সাতশ ষাট ছবি শেয়ার করা হয়।

৯) প্রতি এক সেকেন্ডে ছাব্বিশ লাখ মেইল আদান প্রদান হয়

১০) গুগল প্লে স্টোর থেকে প্রতি সেকেন্ডে পাঁচ হাজার সাতশ অ্যাপস ডাউনলোড করা হয়।

Level 0

আমি রবি আল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস