পালরিংগো, একটি অসাম চ্যাটিং সফটওয়ার

ফেইসবুক মেসেঞ্জার, স্নাপচ্যাট, কিক, হোয়াটসএপ, ভাইবার, ইমো ইত্যাদি ইত্যাদি। এরকম হাজারখানেক এপ্লিকেশন হয়তো আপনি ব্যবহার করেছেন। কিন্তু আপনি কি কখনো পালরিংগো ব্যবহার করেছেন? পালরিংগোতে এমন কি আছে যা আপনাকে দিতে পারে অন্যরকম চ্যাটিং এক্সপেরিয়ান্স? আসুন কিছু প্রশ্নউত্তরের মাধ্যমে দেখে নেই সেগুলো।

১। পালরিংগো কি?

উঃ পালরিংগো একটি মেসেঞ্জার।

 

২। এতে কি গ্রুপ চ্যাট করা যায়?

ঊঃ অবশ্যই।

 

৩। এতে কি প্রাইভেট মেসেজিং করা যায়?

ঊঃ জ্বী যায়।

 

৪। ফোন নাম্বার লাগবে?

উঃ একদম দরকার নাই। ইনফেক্ট কোন ইমেইল এড্রেসও লাগবে না। যদি আপনার একাঊন্টটি আপনি পার্মানেন্ট করতে চান একমাত্র তখনই ইমেইল এড্রেস ও আপনার পছন্দসই একটি পাসওয়ার্ড দিয়ে সেইভ করতে হবে।

 

৫। এতে কি ভয়েস মেসেজ করা যায়?

উঃ ভয়েস মেসেজ পালরিংগোর অন্যতম একটি ফিচার।

 

৬। কোন কোন দেশের মানুষ এখানে আসে?

ঊঃ আমেরিকা, ইংল্যান্ড, সৌদি, ডুবাই, জাপান, জার্মান, চায়ানা, ইন্ডিয়া, কানাডা, ইউক্রেইন, টার্কি, কাতার, বাহরাইন, রাশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা, পেরু, বাংলাদেশ সাথে আরো কম পক্ষে ৪০/৫০ টি দেশের মানুষ ২৪x৭ এখানে চ্যাট করে। বাংলাদেশী খুব কম। কারণ এটার সম্মপর্কে বাঙ্গালীরা খুব কম জানেন। তবে কলকাতার বাঙ্গালীরা আছেন।

৭। কত টাকা লাগবে?

ঊঃ এটি ফ্রি। কোন টাকা লাগবে না। তবে নিজেকে জাহির করার জন্য প্রিমিয়াম একাউন্ট কেনার ব্যাবস্থা আছে।

 

মনে রাখবেন আপনি যখন এই এপ্লিকেশন ব্যবহার করবেন তখন বহির্বিশ্বের সামনে এমন কোন কাজ করবেন না যাতে মনে হয় আপনি একটা ছোট লোক। বাংলাদেশকে ছোট করবেন না। নিজের ক্লাস এবং এটিকেট নিজেই ধরে রাখবেন। হাজার হাজার মেয়েরা পালরিংগো ব্যবহার করে। এরা আপনার সাথে খুবই সুন্দর ব্যবহার করতে পারে তাই বলে গলে গেলে চলবে না। মনে করবেন না তারা আপনার প্রেমে পরে গেছে। এটা জাস্ট তাদের স্বভাব। আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনার জন্যেও একই কথা।

যারা ইংরেজিতে খুবই দুর্বল তারা অত্যান্ত লাভবান হবেন। কোন একটা চ্যাট রুমে ঢুকে যদি আপনি চুপচাপ বসেও থাকেন তাহলেও আপনার ইংরেজি ইম্প্রুভড হবেই। আর যদি নিয়মিত ব্যবহার করেন তাহলে সময় লাগবে আরো কম।

 

আরেকটি কথা পালরিংগো পিসি ব্রাউজারে ও ব্যবহার করা যায়। সাথে আছে বিল্টইন পাল গেমিং।  নিচে গুগল প্লেস্টোরের আর ওয়েভের ঠিকানা দিচ্ছি।

 

[১]  গুগল প্লেস্টোর >> ডাউনলোড

[২]  অথবা আপনার এন্দ্রোয়েডের প্লেস্টোরে গিয়ে লিখুন palringo

[৩]  web chat address >> http://chat.palringo.com

[৪]  iphone  ইউজাররা তাদের এপষ্টোর থেকে এপটি ডাউনলোড করে নিতে পারেন।

 

Level 0

আমি নিতু আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস