Adsense এর ক্ষেত্রে VPN থেকে সাবধান! জেনে নিন কেন?

Level 3
Computer Operator and Web Designer, Praxis Garments Ltd., Mymensingh

আপনি যখন ভিপিএন ব্যবহার করেন তখন সেটা সামান্য সময়ের জন্যই ব্যবহার করে থাকেন।  এরপর আপনি পুনরায় লোকাল আইপিতে ফিরে যান।  গুগল আপনার ডিভাইসের শেষ ২৮ দিনের নেট ব্যবহারের রেকর্ড সংগ্রহ করছে।  বলতে গেলে গুগল এটা করছে না।  আমি নিজেই দিয়ে দিচ্ছেন।  আপনি নেট ব্যবহার করছেন।  সেক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে গুগল সহজেই আপনার লোকেশন এবং ডিভাইস ট্র্যাক করে ফেলে।  এতে করে গুগল আপনার অবস্থান সনাক্ত করে ফেলে একাকী।  এতে করে এরা বুঝে ফেলে আপনি অবৈধভাবে অ্যাড ক্লিক করেন।

আপনি প্রশ্ন করতে পারেন যে,  আমি যদি দেশের বাইরে যাই এবং তখন অ্যাডস ক্লিক করি তাহলেও কি গুগল আমাকে ব্যন করে দিবে?

নাহ।  কেননা,  ইতিমধ্যেই আমি বলেছি গুগল আপনার অবস্থান ট্র্যাক করে ফেলে ইন্টারনেট ব্যবহারের দ্বারা।  আপনি যখনি বিদেশের মাটিতে নেট ব্যবহার করছেন তখনি আপনি লোকাল আইপিতে কানেক্ট হচ্ছেন।  এভাবেই গুগল বুঝে নেয় আপনার ডিভাইস অন্য দেশে রয়েছে।

আরেকটা প্রশ্ন হতে পারে,  আমি কি শেষ যখন নেট ব্যবহার করেছি তখন দেশের বাইরে থাকতে পারিনা?আমিতো ইউরোপের কোন দেশেও থাকতে পারি যেখানে একই সাথে ৬-৭ টা দেশের সিমারেখা থাকতে পারে?

Google Adsense নিয়ে ২০ টির বেশী প্রশ্ন-উত্তর জেনে নিন

আপনার প্রশ্নে যুক্তি রয়েছে। কিন্তু স্যার,  আপনি ভালোভাবেই জানেন,  আপনি যখন বাংলাদেশ সীমানায় নেট ব্যবহার করেন তখন সকল সাইটের পাশে অদৃশ্যভাবে সেই দেশটা মার্ক করা থাকে। যেমন গুগল বাংলাদেশ,  গুগল ইন্ডিয়া,  গুগল ইউকে,  এরকম। আপনি যখন বাংলাদেশ সীমানায় দাড়িয়ে গুগল ব্যবহার করছেন তখন আপনার মাথার উপরে একটা স্যাটেলাইট রয়েছে যা আপনার নেট ব্যবহারের ইনফো অটো গুগলের সারভারে প্রেরন করছে। আবার যখন আপনি ভারতের সীমানায় যাচ্ছেন এই স্যাটেলাইটের সাহায্যেই আপনার ওয়েব ঠিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে গুগল ইন্ডিয়ার নামে। আশা করি কি কারনে ভিপিএন ব্যবহারে ব্যন হয়ে যাচ্ছে আপনার সাইট সেটা ভালোভাবে বুঝতে পেরেছেন।

অল্প কিছু আর্টিকেল নিয়ে নতুন একটা ওয়েবসাইট খুলেছি। একবার হলেও দেখে আসুন। যদি ভালো লাগে তাহলে বলবেন।

ওয়েবসাইট দেখতে এখানে ক্লিক করুন 

টিউনটি ভালো লাগলে আমাকে ফলো করতে পারেন। টিউমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সবাই ভালো থাকেবন। দেখা হবে অন্য আরেকটি টিউনে।

Level 3

আমি Hasan App Academy। Computer Operator and Web Designer, Praxis Garments Ltd., Mymensingh। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 8 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস