অনলাইনে কেনাকাটায় নতুন মাত্রা এনেছে “Enfield-BD”

অনলাইনে কেনাকাটায় নতুন মাত্রা এনেছে "Enfield-BD"

কেনাকাটা করতে আমরা সবাই পছন্দ করি। সনাতন আমলের বাজার ঘাটের আমূল পরিবর্তনের পর আজ এসেছে অত্যাধুনিক সুযোগ-সুবিধা সংবলিত শপিং মল আর সুপার শপ গুলো। যার ফলে কেনাকাটা এখন আগের চেয়ে অনেক সহজ এবং আরামদায়ক। তবে শপিং এর জন্য ঘর থেকে বের হতেই হবে- এই ধারনা পাল্টে দিতে এসেছে 'অনলাইন শপিং'। এর মাধ্যমে ঘরে বসেই খুব সহজেই কেনাকাটা করা যায়। শুধুমাত্র কয়েকটি ক্লিকেই সেরে ফেলতে পারেন আপনার প্রয়োজনীয় সব কেনাকাটা। পৃথিবীর অন্যান্য দেশগুলোর মত বাংলাদেশেও 'অনলাইন শপিং' দিন দিন ছড়িয়ে পড়ছে এবং ব্যাপক সাড়া ফেলছে।
তবে এখানে মানসম্মত পণ্য এবং বিশ্বাসযোগ্যতার যথেষ্ট অভাব লক্ষণীয়। প্রায়ই বিভিন্ন বিষয়ে ক্রেতাদের অভিযোগ বা অসন্তুষ্টির কথা শোনা যায়। এর ফলে অনেকেই ‘অনলাইন শপিং’ সম্পর্কে নেতিবাচক মনভাব পোষণ করেন। এক্ষেত্রে একটি ব্যতিক্রম এবং উল্লেখযোগ্য নাম ‘Enfield-BD’

অনলাইনে কেনাকাটায় নতুন মাত্রা এনেছে "Enfield-BD"

Enfield-BD.COM দিচ্ছে স্বাস্থ্যসম্মত এবং উচ্চ গুণগত মান্সম্পন্ন পণ্য আপনার বাসায় পৌঁছে দেওয়ার নিশ্চয়তা।
Enfield-BD.COM গ্রাহকের প্রয়োজনের কথা বিবেচনা করে বিভিন্ন জনপ্রিয় নামকরা ব্রান্ডের পণ্য থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্যের সমাহার নিশ্চিত করেছে। কাঁচাবাজার থেকে শুরু করে ইলেক্ট্রনিক্স, স্টেশনারী সব কিছুই পাবেন Enfield-BD.COM- এ। প্রতিদিন এখানে যোগ হচ্ছে নতুন নতুন পণ্য। অনালাইন কেনাকাটার ক্ষেত্রে অনেকেরই ধারণা এখানে পণ্যের দাম বেশি। এই ধারণা পাল্টে দেবে Enfield-BD.COM।
Enfield-BD.COM এ অনলাইন ছাড়াও অর্ডার করতে পারবেন মোবাইল ফোন কলের মাধ্যমে খুব সহজেই।
মি: জামান Enfield-BD.COM এর নিয়মিত গ্রাহক। তিনি জানালেন- “ব্যস্ততার কারণে শপিং করার খুব একটা সময় হয়ে উঠে না। যানজট আর ভীর ঠেলে মার্কেটে যেতেও অস্বস্তি লাগে। এছাড়া সময় এবং শ্রমের অপচয় তো আছেই। তাই Enfield-BD.COM এর শপিংই আমার প্রথম পছন্দ। এখানকার পণ্যের দামও বাজারের দোকানের মতই।

Level 0

আমি বিজ্ঞান প্রযুক্তি। C.O.O, Enfield-bd.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

'Enfield is a Cutting edge Ecommerce platform Online Shop (Single Vendor) Which bring Local & International Product for your satisfaction. Enfield also Multi Branded Product Importer, Ballpen Manufacturer, Distributor. We Have Country Largest Collections of Gadget, Computers and Accessories, Electric Shaver Trimmer , Health Care & Beauty , Covers &...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস