স্মার্টফোনের পাশাপাশি আমাদের দেশে ওয়ালটন বহু আগে থেকে বাজারজাত করে আসছে নানান ফিচার ফোন। স্মার্টফোন প্রিমো ব্রান্ডিং এ বাজার জাত করা হয়, আর এইসব ফিচার ফোন বাজারজাত করা হয় সাধারনত ওয়ালটন 'অলভিও' ব্রান্ডিং এ। আজকের আর্টিকেলএ আমি জানাব ৭০০ টাকার আসেপাশে আপনি ওয়ালটন কি কি ফিচার ফোন কিনতে পারেন সেগুলো সম্পর্কে, এগুলোতে কেবল ডিজাইন পরিবর্তন হলেও ঘুরে-ফিরে ফিচার এর দিক দিয়ে সকল গুলো একই। এই তালিকায় থাকবেঃ
এটি একটি মেড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত ফিচার ফোন। এই ফোনটি ৩ টি কালারে বাজারে পাওয়া যায়। ফোনটিতে ইন্টারনেট চালানো যায়, আর এখানে ডিফল্ট ফোন ব্রাউজার দিয়ে ফেসবুকও ব্যবহার করা যায়। একনজরে অলভিও এল-৬,
এটিও অলভিও এল-৬ এর মতন প্রায় একইরকম ডিভাইস। তবে এটি ৪ টি কালারে বাজারে পাওয়া যাবে। একনজরে অলভিও এল-৭,
ডিজাইন বাদে এর ফিচারও প্রায় সব একই। একনজরে ওয়ালটন এল-৯,
মাত্র ৭০০ টাকার মধ্যে যদি আপনি কোন ফিচার ফোন কিনতে চান; তবে ওয়ালটন এর এই ৩টি ফোন হতে পারে পছন্দের তালিকায় আপনার শীর্ষে!
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।