ডাক্তার এর যদি নিজস্ব ল্যাপটপ বা প্রিন্টার না থাকে, সেক্ষেত্রে অনেক সময় মনে হতে পারে, প্রেসক্রিপশন লেখার জন্য সফটওয়্যার ক্রয় করা একটা ঝামেলা। অথচ আপনার রোগীর স্বাস্থ্যসেবায় আরো যত্নবান হওয়ার জন্য সফটওয়্যার এর কোন বিকল্প নেই।
একটি নতুন ল্যাপটপ ও প্রিন্টার কিনতে খরচ পড়বে ২২০০০ টাকা সাথে প্রেসক্রিপশন লেখার জন্য সফটওয়্যার এর দাম ৮০০০ টাকা হলে সর্বমোট খরচ পড়ে ৩০০০০ টাকা, যা অনেক ক্ষেত্রে একটি স্মার্টফোনের দামের চেয়ে ও অনেক কম!
PrescribeRx এর অনন্য বৈশিষ্ট্যসমুহঃ
১। Symptom ও Diagnosis অনুযায়ী একগুচ্ছ মেডিকেশন সেট তৈরী করে রাখতে পারেন। শুধুমাত্র একটা ক্লিকেই সম্পুর্ন মেডিকেশন সেট প্রেসক্রাইব করা সম্ভব।
২। Symptom ও Diagnosis অনুযায়ী ল্যাব টেস্ট এবং এডভাইস/উপদেশ এর জন্য ও একগুচ্ছ সেট তৈরী করে রাখতে পারেন।
৩। আপনার স্পেশিয়ালিটি (Surgery, Medicine, Pediatrics, Ophthalmology)অনুযায়ী সফটওয়্যার টি Personalize করে নিতে পারবেন।
৪। মেডিসিন এর বেলায় আপনি জেনেরিক নাম অথবা প্রেফিক্স ও ব্যবহার এর সুবিধা পাচ্ছেন।
৫। প্রিন্ট এর পূর্বে প্রেসক্রিপশন এর প্রিভিউ দেখা ও ইমেইল/এক্সপোর্ট এর সুযোগ রয়েছে।
৬। সার্ভার ডাউন, স্লো ইন্টারনেট স্পীড এর কোন ঝঞ্ঝাটে পড়তে হবে না।
৭। লাইফটাইম লাইসেন্স সিস্টেম হওয়ায় প্রতি বছর রিনিউ করার ও কোন প্রয়োজন নেই।
পরিশেষে বলা যায়, PrescribeRx সফটওয়্যার একটি অত্যাধুনিক এবং সহজ হেলথ রেকর্ড ব্যবস্থাপনা ও প্রেসক্রিপশন লিখার সফটওয়্যার যা অনেক বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে তৈরি করা হয়েছে। ধন্যবাদ ডা তানভীর জাফর, ডা. নাহিদ উল হক, ডা. আহসানুল আবেদীন, ডা. তানভীর কবির চোধুরী ইভান সহ সবাইকে সফটওয়্যার টির ডেভেলপমেন্ট এ আমাদের সহযোগীতা করার জন্য। PrescribeRxসফটওয়্যার টির মাধ্যমে বাংলাদেশে স্বাস্থ্যসেবা ডিজিটালাইজ এর প্রক্রিয়াতে আমরা অংশগ্রহন করতে পেরে সত্যি ই কৃতজ্ঞ।
সফটওয়্যারটির সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
Prescription Software in Bangladesh
ফেসবুকে আপডেট পেতে ক্লিক করুনঃ
Prescription Writing Software-Prescribe Rxসফটওয়্যার
আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুনঃ
ফোনঃ +031-712 114, +8801613987363
আমাদের অন্যান্য সফটওয়্যার সম্পর্কে জানতে এখানে ক্লিক করুনঃ
Extreme Solutions
আমি জাফর আহাম্মেদ। Marketing-Manager & Designer, Extreme Solutions, Chittagong। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।