ইতিমধ্যে অনেকে হয়ত টপিক্সটা দেখে বুঝে গেছে আমি আজ কি বিষয় নিয়ে আলোচনা করতে চাই। আর যারা এখনও বুঝতে পারেন নি, কিন্তু ব্লগ সাইট তৈরি করে ইনকাম করতে চান তাদের জন্যই আজকের আলোচনা।
ব্লগ সাইট কি?:- প্রত্যেক মানুষের ভিতরে প্রতিভা আছে। সবাই চায় নিজের জন্য ভালো কিছু তৈরি করতে। অনেকে কনটেন্ট লিখতে পছন্দ করে। কিন্তু নিজের কনটেন্ট গুলো কিভাবে প্রকাশিত করবে বা নিজেকে কিভাবে জনপ্রিয় করে তুলবে সে বিষয়ে তারা চিন্তিত। আজকাল অনেক মানুষ অনলাইন এ ব্লগ সাইট তৈরি করে হাজার হাজার টাকা ইনকাম করছে। ব্লগ সাইট এ যারা লেখেন তাদেরকে ব্লগার বলা বলা হয়। ব্লগ সাইট গুলোতে বিভিন্ন ধরনের খবর, খেলাধুলা, বিনোদন বা শিক্ষার কোন বিষয় নিয়ে ব্লগাররা কনটেন্ট লিখে। আর পাঠকরা সেখান থেকে কনটেন্ট গুলো পড়ে। আবার কিছু কিছু ব্লগ সাইট এ ছবি, ভিডিও, গান ইত্যাদি থাকে। ব্লগ বা ওয়েবসাইট হল নিজের একটা স্বাধীন জায়গা যেখানে বিভিন্ন বিষয়ে আপনার চিন্তা-ভাবনা, যাই আপনি শেয়ার করেন না কেন, সব কিছু জমা থাকবে। এবং এটা সমস্ত পৃথিবীর কাছে উন্মুক্ত। যে কেউ আপনার লেখা খুঁজে পাবে। আপনার লেখা, ভাবনা-চিন্তা যাই আপনি প্রকাশ করেন না কেন সব নিমিষেই পাওয়া যাবে। এবং পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যেকোনো দেশের লোক আপনার শেয়ার করা বিষয় গুলো পড়তে বা বিভিন্ন উপকারে লাগাতে পারবে।
ওয়েব সাইট কি?:- অনেকে আবার ভাবতে পারে ওয়েব সাইট কি আলাদা জিনিষ? কেন ব্লগ সাইট বলা হবে আর কেন ওয়েব সাইট বলা হবে এই দুটি কি একই রকম। তাই আমি আগে আপনাদের সাথে ওয়েব কি সে বিষয়টা আলোচনা করব। তারপর জানাব ওয়েব সাইট ও ব্লগ সাইট এর মধ্যে পার্থক্য কি? যারা আমার আগের ওয়েব সাইট নিয়ে লেখা কনটেন্ট গুলো পড়েছেন তারা হয়ত জানেন। আর যারা পড়েননি তাদের জন্য আমি আবার ও বলছি। মনে করুন ওয়েব সাইটটা একটা বইয়ের মত। অনেকে গুলো পেজের সমন্বয়ে একটা বই তৈরি হয় তেমনি অনেকগুলো ওয়েব পেইজের সমন্বয়ে একটা ওয়েব সাইট তৈরি হয়। ওয়েব সাইট হল অনলাইনে তথ্য উপস্থাপন করার একটি মাধ্যম।
ব্লগ কেন এত জনপ্রিয় :-
প্রাথমিক পর্যায়ে ব্লগ গুলি বিভিন্ন সংবাদ, বিনোদন ইত্যাদি কাজে ব্যবহার করা হত। এটি তথ্য সংরক্ষণের একটি নতুন উৎস। ব্যবসার উন্নতি এবং গ্রাহকের উন্নতির জন্য এটি খুবই ভালো উপায়। ব্লগের মাধ্যমে কোম্পানি সাইট গুলো আরও বেশি উন্নত হয়। যত বেশি মানুষ আপনার ব্লগ এ পরিদর্শন করবে আপনার ব্রান্ড তত বেশি বিশ্বাসযোগ্য হবে। ব্লগের মাধ্যমে দর্শকরা মন্তব্য করতে পারে এবং চাহিদা সম্পর্কে মতামত প্রকাশ করতে পারে। ব্লগের মাধ্যমে, আপনি আপনার সেবা এবং পণ্য বিক্রি করতে পারেন।
কিভাবে আপনার নিজেরই একটি ব্লগ তৈরি করবেন:-আপনার নিজস্ব ব্যক্তিগত ব্লগ তৈরি করতে কয়েকটি ধাপ লাগবে। প্রথমত, আপনাকে আপনার ব্লগের জন্য একটা নাম ঠিক করতে হবে যাকে বলে ডোমেইন নেম। বর্তমানে ওয়ার্ডপ্রেস.org ব্লগ সাইট তৈরি করার জন্য সবচেয়ে জনপ্রিয় সাইট। আপনি চাইলে এই সাইট থেকে নিজেরই একটা ব্লগ সাইট তৈরি করতে পারবেন। হতে পারে আপনার ব্লগ সাইটটি ই-কমাস, বিনোদন বা অন্যান্য।
ব্লগ টিউন এবং পেজের মধ্যে পার্থক্য কী?:-
ওয়ার্ডপ্রেস সবচেয়ে জনপ্রিয় ব্লগিং সাইট এবং এতে দুটি ডিফল্ট অপশন রয়েছে। একটা হল টিউন এবং অন্যটা হল পৃষ্ঠা। প্রায় গ্রাহকরা এই দুটি বিষয় নিয়ে বিভ্রান্তে পড়ে। পৃষ্ঠাগুলি সাধারণত সাইট এর সুন্দর গঠনের জন্য ব্যবহার করা হয়। টিউন গুলি পেইজের ভিতরে সুন্দর করে সাজানো থাকে।
ব্লগিং এর উপকারিতা কি কি:- আশাকরি।
ব্লগ সাইট থেকে আয় করবেন কিভাবে :- ব্লগ সাইট এ বিজ্ঞাপণ দিয়ে আপনি ইনকাম করতে পারেন। আপনি যে কোন পণ্য select করে তার affiliate মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন। আপনাকে আগে ভাবতে হবে দর্শকরা কেমন পণ্য চাই। তার উপর নির্ভর করে পণ্যও সম্পর্কে কনটেন্ট লিখে মার্কেটিং করতে পারেন। আপনি ব্লগিং করছেন মানে কোনও বিষয়ের ওপর নিশ্চয়ই আপনার কিছু জ্ঞান ও দক্ষতা রয়েছে। যেমন ধরুন আপনি ভাল কেক বানাতে পারেন, বা ভালো ছবি আঁকতে পারেন, বা ব্লগে আপনার এই দক্ষতার প্রচার করে ও freelancing কাজ জোগাড় করে নিতে পারেন। ধরুন এরকম কোনও দক্ষতাই আপনার নেই, তাহলেও শুধুমাত্র ব্লগিং সংক্রান্ত টিপস্ দিয়েই আয় করতে পারেন। দেখবেন অনেকেই টাকা দিয়ে আপনার পরামর্শ নিচ্ছে, যা এতদিন আপনি বিনামূল্যেই দিয়ে এসেছেন।
আজকের আলোচনা এই পর্যন্ত। আরও বিস্তারিত আলোচনা করার জন্য আমার পোষ্টটি বেশি বেশি শেয়ার করুন এবং টিউমেন্ট করুন। আর আপনিও অনলাইনে ব্যবাসার জন্য যে কোন web hosting service provider এর সাথে যোগাযোগ করতে পারেন।
আমি ইতি আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।
ভাই ব্লগ সাইটে কি হোষ্টিং এর জন্য টাকা লাগবে। নাকি ফ্রি হোষ্টিং ব্যবহার করা যাবে। jsc result 2018