সবাই কেমন আছেন? আজ নতুন কিছু নিয়ে নতুন ভাবে হাজির হলাম। সবাইকে আমার অন্তরের অন্তস্তল থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা।
ফোরাম টিউনিং কি? :- আগে আমাদেরকে বুঝতে হবে ফোরাম টিউনিং কি? ফোরাম টিউনিং এমন একটা সাইট যেখানে ইউজাররা একটা নির্দিষ্ট বিষয় এর সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করে। এটি একটি অনলাইন পরিসেবা। ফোরাম সাইট থেকে প্রচুর পরিমাণে Dofollow ব্যাকলিংক পাওয়া যায়। আপনি বিভিন্ন টিউন, টিউমেন্ট বা সিগনেচারের মাধ্যমে ভিজিটর পেতে পারেন।
কিভাবে ফোরাম সাইট গুলোতে টিউন করবেন?:- ফোরাম সাইট এর জন্য কিছু নিয়ম নিতে মেনে চললে Dofollow ব্যাকলিংক পাওয়া যায়। ফোরাম সাইট এর account গুলোতে registration করার সাথে সাথে link দেওয়া যাবে না। আগে প্রোফাইল ভারি করে নিতে হবে। কিছু কিছু সাইট আছে যেখানে link দিতে দিবে না। এটা নির্ভর করে ফোরাম এর নিতি মালার উপর। ফোরাম সাইট এ অবাঞ্ছিত কোন টিউন দেওয়া যাবে না। অনেক সাইট এ লিংক এর anchor text করতে পারবেন।
ফোরাম সাইট এর নিয়ম নীতি:- ফোরাম সাইট এর কিছু নিয়ম নীতি আছে যে গুলো লক্ষ্য করলে আপনি ফোরাম সাইট থেকে অনেক ভিজিটর পাবেন।
সুবিধা:- আজকাল কোন সাইট এর SEO করার জন্য ফোরাম টিউনিং এর টেকনিকটা বেশি বাবহারিত হচ্ছে। বর্তমানে গুগল, ইয়াহু, বিং ইত্যাদি সার্চ ইঞ্জিন এ প্রথম সারিতে সাইটটি রাংকিং করার জন্য ফোরাম টিউনিং এর সুবিধা নেওয়া হয়। ফোরাম টিউনিং backlink করার জন্য খুবই ভালো। ফোরাম সাইট এ coin এর মাধ্যমে ইনকাম করা যায়। এখানে আপনি যে কোন বিষয় নিয়ে আলোচনা করলে সঠিক উত্তর পেতে পারেন।
কিছু ফোরাম টিউনিং সাইট লিস্ট :- আসুন এক নজরে ফোরাম সাইট গুলোর সাথে পরিচিত হয়ে নি।
Link building এর গুরুত্বপূর্ণ উপায় হচ্ছে ফোরাম টিউনিং। ফোরাম টিউনিং এর মাধ্যমে তিন ধরনের উপকার হয়। আসুন এই উপকার গুলো জেনে নিই।
১। আপনার সাইট এ প্রচুর পরিমাণ এ ভিজিটর আন্তে পারবেন।
২। সাইট এর কি ওয়ার্ড ব্যবহার করে backlink তৈরি করতে পারবেন।
৩। আপনার সাইট এর অরিজিনাল লিংক দিতে পারেন।
ফোরাম টিউনিং করার মাধ্যমে কিভাবে অভিজ্ঞ হবেন :-ফোরাম সাইট হল আলোচনার সাইট। যেখানে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার সুযোগ থাকে। আর সাধারণত এই সাইট এ কোন টিউন করলে moderator দ্বারা approved হওয়ার পর পোষ্টটি visible হয়।
১। ফোরাম সাইট এর নিয়ম নীতি গুলো ভালো ভাবে পড়তে হবে এবং বুঝতে হবে।
২। শুরুতেই link দেওয়া যাবে না।
৩। বিভিন্ন প্রশ্ন করতে হবে এবং উত্তর জানার চেষ্টা করতে হবে।
৪। ফোরাম সাইট এর মেম্বাররা আপনাকে নিয়মিত ফোরাম সাইট এ দেখতে চায়। তাই ফোরাম এ account করার ১০ থেকে ১৫ দিন পর থেকে link দিবেন।
৫। ফোরামের ডিসকাশন গুলো ভালো ভাবে বুঝতে হবে।
৬। ২/৩ মাস ধরে নিয়মিত টিউন বা রিপ্লাই দিলে আপনি পুরাতন সদস্য হিসাবে বিবেচিত হবেন।
কোন সাইট এর SEO করার জন্য ফোরাম সাইট কি কাজে লাগে? :- SEO এর জন্য ফোরাম টিউনিং খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে সাইট এর link প্রচার করার জন্য ফোরাম সাইট এর একটি পর্যায়ে যেতে হবে। আপনাকে রেগুলার টিউমেন্ট, টিউন করতে হবে। ফোরাম সাইট এ পণ্য সম্পর্কে টিউন করতে হবে। এতে মেম্বাররা আলোচনা করার সুযোগ পাবে। ফোরাম সাইট এ যত বেশি টিউন করবেন তত বেশি ভিজিটর পাবেন।
ফোরামে সাধারণত একটা প্রশ্ন করলে, অন্যরা উত্তর দেয়। এবাবে সাইট এর জনপ্রিয়তা বা ভিজিটর আনা যায়। এভাবে সাইট এর জন্য SEO করা হয়।
ফোরাম টিউনিং এর মাধ্যমে কিভাবে ইনকাম করা যায় :-
হ্যাঁ ফোরাম টিউনিং আয়ের একটি বড় উৎস। বিভিন্ন clint এর কাছ থেকে ফোরাম এর কাজ নিয়ে টাকা ইনকাম করা যায়। ফোরাম এর মেম্বারশিপ বিক্রি করা যায়। ফোরাম এ বিভিন্ন ad এর মাধ্যমে ইনকাম করা যায়। তাছাড়া ফোরাম সাইট থেকে পয়েন্ট পাওয়া যায়। এভাবে আপনি ইনকাম করতে পারবেন।
আজ অনেক কথায় হল। সবাই ভালো থাকুন। কোন লাইন এ সমস্যা হলে টিউমেন্ট করুন আমি সমাধান করার চেষ্টা করব। আর যারা অনলাইন এ সাইট তৈরি করে ইনকাম করতে চান তারা যে কোন web hosting service provider এর সাথে যোগাযোগ করতে পারেন।
আমি ইতি আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।