আইপি টেলিফোন-এর নতুন সুবিধা ও প্রয়োজনীয়তা

কি খবর সবার? আবার হাজির হলাম আজকের আধুনিক টেকনোলজির দুনিয়ার একটা বিষয় নিয়ে। আজকে কথা বলবো আই.পি. টেলিফোন নিয়ে। সহজ করে বললে, যে ল্যান্ডলাইন ফোন ইন্টেরনেটের মাধ্যমে অপারেট করে, তাকে আই.পি. টেলিফোন বলে। নাম শুনেই বুঝতে পারছেন, আই.পি. টেলিফোন আমাদের রেগুলার ল্যান্ডলাইনের আপডেটেড ভার্সন। শুধু এইটুকু বলে থেমে গেলে আসলে আই.পি. টেলিফোনের প্রতি সুবিচার করা হবে না। ঠিক কেন মোবাইল ফোনের যুগে এর প্রয়োজন সেটা নিয়ে কথা বলতেই আজকে লিখছি। শুরু করা যাক?

  • ইন-কামিং, আউট-গোইং কলের বিস্তারিত রিপোর্ট,
  • ফলো রাউটিং-এর সুবিধার মাধ্যমে আপনি, ফোন থেকে দূরে থাকলেও আপনি নিজের মোবাইল ফোন থেকেও কল এটেন্ড করতে পারবেন,
  • যখন কল কোনো ভাবেই কল এটেন্ড করতে পারি না, ভয়েস মেইলিং-এর অপশন আমার মেইল বক্সে সব ইনফরমেশন সরাসরি ই-মেইল করে দেয়,
  • আই.পি. টেলিফোন-এর সাহায্যে অফিসের ডোর লক-কে নিয়ন্ত্রণ করা যায়,
  • কল স্ক্রিনিং-এর সুবিধা আমাকে রাশ আওয়ারে খুব সাহায্য করে,
  • অফিস সুনাম বৃদ্ধির স্বার্থে সব অফিসই ল্যান্ডলাইন ফোন রাখে, এই ক্ষেত্রে আই.পি. টেলিফোন হচ্ছে সবচেয়ে আধুনিক, একের মধ্যে অনেক সুবিধার এক টেকনোলজি।

এগুলা তো সামান্য কিছুই বললাম। আই.পি. টেলিফোন-এর আরো বিস্তারিত সুবিধা নিয়ে আগামী দিনগুলাতে আরো লিখবো। টেকটিউনসে লিখতে ভাল লাগছে। কোনো সাজেশন থাকলে জানাবেন। আজকে তাহলে এইটুকুই থাকুক? ভাল থাকবেন সবাই।

সূত্রঃ IP Telephony Service

Level 0

আমি হাসিন আরেফিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Keynote speaker. An experienced market Strategy Architect and user experience strategist, skilled in architecting user experience strategy for wide range market, developing commercial and brand marketing. Years of experience as a content marketing strategist and digital market strategy architect with profound knowledge regarding search engine optimization, content developing, guest blogging,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস