আমাদের যখনি স্মার্টফোন কেনার ক্ষেত্রে অনেক টাইট বাজেট থাকে তখনি আমরা স্মার্টফোন এর সাধ বাদ হয়ত দিয়ে কিনে ফেলি একটি ফিচার ফোন। তবে ফিচার ফোন কখনই একটি স্মার্টফোন এর পরিপূরক হতে পারে না। আর সে জন্যই বাজেট একটু বাড়িয়ে-ছাড়িয়ে যদি নেয়া যায় তবে আপনি কিনতে পাচ্ছেন ওয়ালটন এর ফিচার ফোনের দামে স্মার্টফোন। আসলে এখানে দেশের বাজারে দেশীয় ব্র্যান্ড এর ফিচার ফোনের সাথে দামের তুলনা করলে হবে না; আপনি আন্তর্জাতিক মানের ফিচার ফোনের দামের সাথে তুলনা করলে দেখতে পারবেন, এখানে ফিচার ফোনের দামে আপনি স্মার্টফোন পেয়ে গিয়েছেন!
৪৪৯৯ তথা সাড়ে ৪ হাজার টাকায় ওয়ালটন এর বাজেট রেঞ্জ এর মধ্যে অন্যতম সেরা একটি স্মার্টফোন হল ওয়ালটন প্রিমো ইএফ৭। এটি একদম বেসিক লেভেলের অ্যান্ড্রয়েড স্মার্টফোন, যেখানে আপনি সব ফিচারই মোটামোটি পাবেন। একনজরে ওয়ালটন প্রিমো ইএফ৭,
মাত্র ৩৫০০ টাকায় ওয়ালটন এর আরেকটি বাজেট অ্যান্ড্রয়েড স্মার্টফোন হল প্রিমো ই৮ আই। একনজরে ওয়ালটন প্রিমো প্রিমো ই৮ আই,
৩৯৯৯ তথা ৪০০০ টাকায় র্যাম এর হালকা ইম্প্রুভমেন্ট নিয়ে আরেকটি স্মার্টফোন হল ওয়ালটন প্রিমো ই৮-এস। একনজরে ওয়ালটন প্রিমো প্রিমো ই৮ আই,
এই ছিল এই লিস্টে আমার তুলে ধরা সেরা কতগুলো স্মার্টফোন। আশা করি এটা আপনাকে আপনার বাজেট এর কথা মাথায় রেখে আপনাকে আপনার উপযুক্ত স্মার্টফোন তথা এখানে উল্লেখিত এক্সট্রা বাজেট স্মার্টফোনটি কিনতে সহযোগিতা করবে।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।