বর্তমানে স্মার্টফোন এর বাজারে অন্যতম নাম হল দেশীয় ব্রান্ড ওয়ালটন। বাজেট এর মধ্যে তুলনামূলক ভালো স্মার্টফোন এর পাওয়া যায় বলে এই ব্যান্ড থাকে অনেকের পছন্দের তালিকায়। আর আমরা আজকের এই টিউনে জানব অনেকের পছন্দের তালিকায় থাকা শীর্ষে এই ওয়ালটন এর সেইসব স্মার্টফোন সম্পর্কে, যেসব স্মার্টফোন ব্যাটারি ক্ষমতা এর দিক দিয়ে শীর্ষে।
৫.৩৪ ইঞ্চি এর বিগ ডিসপ্লে এর সাথে ওয়ালটন এর স্মার্টফোন প্রিমো জিএম৩ প্লাস। বিগ আইপিএস ডিসপ্লে এর সাথে সাথে এই স্মার্টফোনটিতে রয়েছে বিগ ব্যাটারিও! এর ৪০০০ এমএএইচ ক্ষমতার হেভি ডিউটি লিথিয়াম পলিমার প্রযুক্তির ব্যাটারি এই স্মার্টফোনটি দিয়ে নিশ্চিত করবে পুরো ২ দিনের ব্যাটারি ব্যাকআপ, তবে গেমিং এবং সারাদিন খুব করে স্মার্টফোনটি ব্যবহার করলে তাও ২৪ ঘণ্টা অন্তত ব্যাকআপ পাওয়া যাবে। ২ জিবি র্যাম এর এই ডিভাইসটি চালানোর জন্য এই ব্যাটারিটি যথেষ্ট। ৪জি সাপোর্টেড, ৪০০০ এমএএইচ ব্যাটারি সহ এই প্রিমো জিএম৩ প্লাস এর দাম ৮৪৯৯ টাকা। একনজরে প্রিমো জিএম৩ প্লাস,
৩৮০০ এমএএইচ ব্যাটারি এর সাথে ওয়ালটন এর আরেকটি স্টাইলিস স্মার্টফোন হল প্রিমো এইচএম৪ প্লাস। এই স্মার্টফোন এর উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে এর ৫.৫ ইঞ্চি এর বিশাল ডিসপ্লে। বিশাল ডিসপ্লে সহ ৪জি সাপোর্টেড এই ডিভাইসকে ব্যাকআপ দিতেই এতে দেয়া হয়েছে ৩৮০০ এমএএইচ ক্ষমতার এই বিশাল ব্যাটারি। প্রিমো এইচএম৪ প্লাস এর বর্তমান বাজার মূল্য ৯৯৯০ টাকা বলতে গেলে ১০ হাজার টাকাই। এক নজরে প্রিমো এইচএম৪ প্লাস,
আলট্রা সুপার ফাস্ট চার্জিং সাপোর্ট এর সাথে এই তালিকায় হয়ত এগিয়ে থাকা ওয়ালটন এর যে স্মার্টফোনটি তার নাম 'ওয়ালটন প্রিমো জেডএক্স৩'। কেননা এতে থাকছে ৪৫৫০ এমএএইচ ক্ষমতা সম্পন্ন হাই ডেনসিটি লিথিয়াম পলিমার ব্যাটারি। ডিসপ্লে, হার্ডওয়্যারের দিক এই স্মার্টফোনটি তো এমনি এগিয়ে ছিলই, একইভাবে ব্যাটারি'র দিক দিয়েও এটি অনেক এগিয়ে। ৪৫৫০ এমএএইচ ব্যাটারি ক্ষমতা সম্পন্ন এই প্রিমো জেডএক্স৩ এর বর্তমান বাজার মূল্য হল ২৭৯৯০ টাকা। একনজরে প্রিমো জেড এক্স৩,
স্মার্টফোন কেনার ক্ষেত্রে এর ব্যাটারি এর ক্ষমতা কত? তা কিন্তু অনেক সময় সবচেয়ে বড় ইস্যু। আর সেকারনে আমরা সবসময় খোঁজার চেষ্টা করি আসলে বাজারে কোন কোন স্মার্টফোন এর ব্যাটারি সবচাইতে বেশি। বেশি ব্যাটারি সমৃদ্ধ স্মার্টফোন যেমন বেশিক্ষন ব্যাকাপ দেই তেমনই আমাদের লংটাইম স্মার্টফোন ইউজের সময় অনেক অ্যাডভানটেজ দেয়। আর এসব স্মার্টফোন এর ইনভার্স ওটিজি ফিচার এর ফলে অন্য কোন ছোট মোবাইল ফোন এই স্মার্টফোন দিয়ে চার্জও দেয়া যায়; তবে এই ব্যাপারটা আমার কাছে যৌক্তিক নয়।
আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।