বাংলাদেশে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই বিষয়ক কিছু কথা

কি খবর সবার? আবার হাজির হয়ে গেলাম। আজকে একটু অন্য টপিক নিয়ে কথা বলি? আজকের জন্য টপিক হচ্ছে, বাইরের দেশের কোনো আত্মীয় বা বন্ধু যিনি অন্য কোনো দেশের সিটীজেন, তাকে বাংলাদেশে চাকরী করতে চাইলে কি করতে হয়, তা নিয়ে। খুব শর্ট উত্তর হচ্ছে বাংলাদেশে আশাকরি সবাই কম-বেশি জানেন। আজকে তাই একটু অজানা বিষয় নিয়ে কথা বলব। বাংলাদেশে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করার জন্য সরকার অনুমদিত মোট তিনটা উপায় রয়েছে। এবং প্রতেকটা ভিন্ন ভিন্ন ধরনের অ্যাপ্লিকেন্টদের জন্য সেবা দিয়ে থাকে। চলেন ওদের নাম দেখে নেই,

১. বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA),
২. বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA),
৩. এনজিও বিষয়ক ব্যুরো-প্রধানমন্ত্রীর কার্যালয়

সবার সুবিধার জন্য তিনটা সেবা সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটের লিংকগুলা অ্যাংকার করে দিচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। আগামী টিউনে এই প্রক্রিয়া নিয়ে আরো বিস্তারিত লিখবো। এবং এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে টিউমেন্টে জানিয়ে দিতে পারেন। আগামীর পোস্টগুলা সেসব প্রশ্ন মাথায় রেখে লিখতে পারবো তাহলে। আজকের জন্য বিদায়। ধন্যবাদ।

সূত্রঃ Work Permit in Bangladesh

Level 0

আমি হাসিন আরেফিন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Keynote speaker. An experienced market Strategy Architect and user experience strategist, skilled in architecting user experience strategy for wide range market, developing commercial and brand marketing. Years of experience as a content marketing strategist and digital market strategy architect with profound knowledge regarding search engine optimization, content developing, guest blogging,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস