আশাকরি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে ৫ টি দারুণ ওয়েবসাইট নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বর্তমানে পৃথিবীতে রয়েছে ১০০ কোটির ও বেশি ওয়েবসাইট। যার মধ্যে আমাদের জানা ওয়েবসাইটের সংখ্যা অত্যন্ত সামান্য। তো চলুন এ রকম ৫ টি ওয়েবসাইটের কথা।
- এই ওয়েবসাইটির মাধ্যমে আমরা রিয়েল টাইম হ্যাকিং এট্যাক দেখতে পাই। এই ওয়েবসাইটি রিয়েল টাইমে হ্যাকিং এট্যাক দেখাতে সাহায্য করে। যা কোন সাধারণ কাজ নয়। প্রতি সেকেন্ডে কত এট্যাক হচ্ছে, কোথায় এট্যাক করা হচ্ছে সব কিছু এই ওয়েবসাইট থেকে দেখা যাবে। ওয়েব সাইটটি দেখতে এখানে ক্লিক করুন।
- এই ওয়েবসাইটি খুবই তথ্যবহুল একটি ওয়েবসাইট। এখানে কোন ব্যক্তির জন্ম তারিখ সাবমিট করার পর অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাওয়া যাবে। উদাহরণস্বরূপ: ব্যক্তিটি কতদিন যাবত পৃথিবীতে এসেছে, জন্মের পর থেকে চাদ পৃথিবীকে কতবার পদক্ষিন করেছে, তার জন্মের সময় পৃথিবীতে কতজন মানুষ জীবিত ছিল এরকম বহু তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটি দেখতে এখানে ক্লিক করুন।
- এই ওয়েবসাইটটিতে প্রবেশ করলে একটি পতাকা দেখা যাবে, যা দেখতে সম্পূর্ণ বাস্তব মনে হবে। এখানে আপনি আপনার পছন্দমতো যেকোনো ছবি সিলেক্ট করে GO বাটনে ক্লিক করলেই আসল মজা দেখতে পাবেন। ওয়েবসাইটি দেখতে এখানে ক্লিক করুন।
- এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে নির্দিষ্ট টপিক লিখে সার্চ দিলে একটি পেজ চলে আসবে সেখানে আপনি কী-বোর্ডের যেকোন কী চাপ দিয়ে ধরে রাখলে ঐ টপিক স্বমন্ধে অটোমেটিক টাইপ হতে থাকবে। খুব আজব একটি ওয়েবসাইট। ওয়েবসাইটটি দেখতে এখানে ক্লিক করুন।
- এই ওয়েবসাইটিতে প্রবেশ করলে আপনি অনেকগুলো রোবট দেখতে পাবেন। এবং যেকোনো একটি সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন রোবটগুলো ডান্স করছে। সবচেয়ে মজার ব্যাপার হলো রোবটের ডান্স আপনি কন্ট্রোল করতে পারবেন। ওয়েবসাইটি দেখতে এখানে ক্লিক করুন।