আপনি কি ব্লগার? আপনার কি কোনও ওয়েব সাইট বা ব্লগ আছে?
আপনার উত্তর যদি হ্যাঁ হয় তবে আপনার জন্য Adf.ly এমন একটা সাইট যেখান থেকে আপনি আপনার শখের পাশাপাশি কিছু টাকা আয় করতে পারবেন। আমি অন্যদের মত বলবো না যে অনেক বেশি টাকা কিন্তু আপনার ব্লগ বা সাইটে যদি অনেক মানুষ ভিজিট করে প্রত্যেকদিন তবে আপনি Adf.ly থেকে লিঙ্ক শর্ট করে আপনার টিউনের মাঝে বসিয়ে খুব ভালো পরিমাণের টাকা আয় করতে পারবেন।
কোম্পানিটি আপনাকে লিঙ্ক শর্ট করার মাধ্যমে টাকা দিবে। লিঙ্কটি আপনাকে ইন্টারনেটের বিভিন্ন পেজ এ ছড়িয়ে দেবেন। যত বেশি আপনার লিঙ্ক ভিউ হবে আপনার আয় ও বাড়বে। সব থেকে ভালো ব্যাপারটা হল এটি অনেক পুরাতন একটি সাইট তাই আপনার কিছু হারানোর ভয় কম, আর আয় হলে পেমেন্ট ও পাবেন। একারণে মূলত আমি এই সাইটি ব্যবহার শুরু করি যাতে শখের পাশাপাশি ইন্টারনেট বিল টাও আসে।
এখন আসি adf.ly কিভাবে কাজ করে। ধরুন আপনার বইয়ের ব্লগ বা সাইট আছে। আপনি সেখানে কোনও বইয়ের রিভিউ দেন বা বইয়ের ডাউনলোড লিঙ্ক শেয়ার করেন। এখন আপনি ডাউনলোড লিঙ্কটি adf.ly দিয়ে শর্ট করে আপনার ব্লগে টিউন করলেন এবং লিঙ্ক টি ফেসবুক বা অন্য কোনও সামাজিক সাইটে শেয়ার দিলেন। এখন কেউ যদি বইটি ডাউনলোড করতে যায় তবে একটি অ্যাড দেখাবে ৫ সেকেন্ড এর জন্য এরপর নিচের পেজটি আসবে।
এখন স্কিপ বাটনটি ক্লিক করলেই শুধু ডাউনলোড লিঙ্কটি আসবে। আর স্কিপ ক্লিক হলে আপনার অ্যাকাউন্ট এ টাকা জমা হবে। দয়া করে স্প্যাম লিঙ্ক ইউজ করবেন না তাহলে অ্যাকাউন্ট ব্যান হতে পারে। নিজে অ্যাড ক্লিক করতে যাবেন না।
adf.ly এর পেমেন্ট রেট একেক দেশের জন্য একেক রকম। যে যে দেশ থেকে ক্লিক পাবেন সেই দেশের রেট থেকে পার ক্লিকের টাকা পাবেন আপনি। শুধু ক্লিক ছাড়াও আরও অনেক উপায়ে যেমন Popadds, Banner ব্যবহার করে আপনি সাইটি থেকে আয় করতে পারবেন।
সাইটি থেকে ৫ ডলার হলে টাকা উঠানো যাবে। টাকা পাঠানো হয় Paypal, Payza and Payoneer দিয়ে। Payoneer দিয়ে টাকা তুলতে গেলে মিনিমাম ১০ ডলার থাকতে হবে।
পরিশেষে বলে রাখতে চাই, যারা এ পদ্ধতিতে দিনে ৪০০০ থেকে ৫০০০ টাকা আয় করার চিন্তা মাথায় নিয়ে ঘুরেন তাদের জন্য এ সাইটি না। বাংলাদেশে থেকে বড়জোর মাসে ২০০০ থেকে হইতবা ৫০০০-৬০০০ টাকা আয় করতে পারেন যদি আপনার লিঙ্ক পোষ্টটি খুবই জনপ্রিয় হয়। এজন্য কি করতে হবে ব্লগে লেখালেখি করলে আপনার অনেক সহজে জানার কথা।
যদি রেজিস্ট্রেশান করে adf.ly ব্যবহার করতে চান তবে নিচের লিঙ্ক ভিজিট করুন। ভয় নেই অ্যাড লাগানো নেই লিঙ্ক এ, হা হা।
নিচের ছবিতে কত গুলো দেশের পেমেন্ট রেট দিলাম, অনেকগুলো দেশ তাই সব দেওয়া সম্ভব হলও না। রেট এর চার্ট আপনি তাদের সাইটে পাবেন। বলে রাখা ভালো পেমেন্ট রেটটি প্রতি ১০০০ ক্লিক এর জন্য। দেশের গুরুত্ব অনুযায়ী এ পেমেন্ট রেট তারা মাঝে মাঝে পরিবর্তন ও করে।
আমি হাসান মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।