হ্যাঁ বন্ধুরা। এটা খুবই সহজ একটা টেকনিক, যার মাধ্যমে আপনি কোন সফটওয়্যার ছাড়াই আপনার ল্যাপটপ/কম্পিউটারের পর্দা ইচ্ছামত উপরে/নিচে/বামে/ডানে ঘুরাতে পারবেন। আর কম্পিউটারের পর্দা ঘুরিয়ে অবাক করে দিন আপনার বন্ধুকে।
সাধারণত সব ল্যাপটপে/ডেক্সটপে এই সুবিধাটা ডিফল্ট হিসেবে থাকে (এটা মূলত Graphics Card এর জাদু)।
তাই আপনিও চেষ্টা করুন আপনার ল্যাপি/ডেক্সটপ এর মনিটর ঘুরানো যায় কিনা।
এর জন্য Ctrl + Alt + Left Aero Kew একসঙ্গে চাপুন। দেখুন আপনার মনিটর এর পর্দা বামে ঘুরে কিনা। আর ঘুরলে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। আর একইভাবে মনিটরের পর্দা ডানে ঘুরাতে চাইলে Ctrl + Alt + Right Aero Kea একসাথে চাপুন।
এটা আমার 3য় টিউন।
ধন্যবাদ।
আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং ফটোশপ। Computer Operator, Noakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।