ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে কোন প্রকার সফটওয়্যার ছাড়াই স্ক্রিনশট নেয়ার পদ্ধতি আমার প্রথম টিউন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

বন্ধুরা। অনেক সময় দেখা যায় আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে হঠাৎ করেই কোন একটা স্ক্রিনশট নেয়ার দরকার হল। কিন্তু তার জন্য আমরা হয়তো কোন সফটওয়্যার ইউজ করে থাকি। যা খুবই বিরক্তিকর একটা বিষয়। কারণ যেন তেন কোন সফটওয়্যার কম্পিউটারে ব্যবহার করলে ভাইরাস কাকু বিনা অনুমতিতে আপনার ল্যাপটপ কম্পিউটারের বারোটা বাজিয়ে দিতে পারে। তাই কোন রকম সফটওয়্যার ছাড়াই আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার থেকে স্ক্রিনশট নেব একদম সহজ পদ্ধতিতে। নিয়মটি হল ঃ-

আপনার ল্যাপটপ/ডেক্সটপের Windows Start Menu তে ক্লিক করুন। তারপর All Programmes এ ক্লিক করুন। সেখানে অনেকগুলো ডিফল্ট সফট আছে। যার মধ্য থেকে Snipping Tool টাতে ক্লিক করবেন। (উইন্ডোজ 7 এ এটা আগে থেকেই ইনস্টল করা থাকে)।

তারপর Sniping Tool অপশনে ক্লিক করে সেটা আপনার উইন্ডোতে প্রদর্শন হবে। এবং Snipping Tool টাকে মাউস দিয়ে টেনে পর্দার একপাশে সড়িয়ে আপনার যতটুকু স্ক্রিনশট নেয়া দরকার ততটুকু মাউস দিয়ে ড্র্যাগ করে নেবেন। তারপর মাউস ছেড়ে দেবেন। এবং সাথে সাথেই সেই স্ক্রিনশট নেয়া অংশটা Windows এর ডিফল্ট Paint Viewer এ শো করবে। এবং সেখান থেকে আপনি Ctrl+S দিয়ে সেই  স্ক্রিনশটটা JPG ফরম্যাটে সেভ করে নিন। ব্যাস একদম সহজ পদ্ধতিতে স্ক্রিনশট নিতে পারবেন। স্ক্রিনশট নেয়ার জন্য আজেবাজে সফট ইনস্টল করা থেকে বিরত থাকুন। এবং আপনার শখের ল্যাপিকে রাখুন নিরাপদ (ভাইরাস মুক্ত)।

কষ্ট করে আমার প্রথম টিউনটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

আমি মাইক্রোসফট ওয়ার্ড এবং ফটোশপ। Computer Operator, Noakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস