দ্রুত ইন্টারনেট সম্প্রসারণ এবং সাশ্রয়ী মূল্যের 4G সুবিধার জন্য বাংলাদেশের জনগণ ধীরে ধীরে ইন্টারনেটকে তাদের দৈনন্দিন জীবনের অংশ হিসাবে গড়ে তোলার সংস্কৃতি বিকাশ করছে। তথ্য প্রযুক্তির এই অগ্রগতির সাথে সাথে, অনলাইন ওয়েবসাইটগুলো ধীরে ধীরে বাংলাদেশে একটি অংশ হিসেবে জায়গা করে নিয়েছে।
সাম্প্রতিক বছরগুলিতে অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজতর করার জন্য ই-কমার্স সাইটগুলি একটি উল্লেখযোগ্য অভিজ্ঞতার স্থাপন করে আসছে। এটি অবশ্যই একটি ভাল উদ্যোগ এবং পদক্ষেপও বটে যে, বাজার অথবা শপিং করার জন্যে শপিংমলে কিংবা বাজারে যেতে হবে। শুধুমাত্র মোবাইল এবং কম্পিউটারের কয়েকটি ক্লিকেই সম্পন্ন করা যাচ্ছে বাজার অথবা শপিং। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুবিধা দিয়ে এগোচ্ছে এইসব অনলাইনে কেনাকাটার সাইটগুলো।
তাহলে চলুন দেখে নিই, বাংলাদেশের অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটগুলো সম্পর্কে।
১। চালডাল.কম
এটি একটি অনলাইন ভিত্তিক শপিং সাইট, যেটি বর্তমানে ব্যস্ততার ফাঁকে প্রত্যেকটি মানুষকে তাদের নিত্যপ্রয়োজনীয় গ্রোসারি পণ্য পৌঁছে দিয়ে যাচ্ছে। “সময় বাঁচাও, খরচ বাঁচাও” এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছিল এই অনলাইন শপটি। অর্ডার দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পণ্য পৌঁছে দিচ্ছে চালডাল.কম। আপাতত চালডাল-এর সেবা শুধুমাত্র ঢাকার মধ্যেই সীমাবদ্ধ থাকলেও, ভবিষ্যতে দেশের অন্যসব বিভাগেও এদের সেবা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে এই অনলাইন বাজারটি।
২। দারাজ ডটকম
পোশাক-পরিচ্ছদ, ইলেকট্রনিক্স পণ্য, খাবার-দাবার ইত্যাদি পণ্য নিয়ে অনলাইনের মাধ্যমে কেনাকাটার সুবিধা দিয়ে সেবা দিয়ে আসছে এই অনলাইন ওয়েবসাইটটি। ঢাকার মধ্যে ২-৪ দিনের মধ্যে এবং ঢাকার বাইরে ৫-৮ দিনের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে এই অনলাইন সাইটটি।
৩। আজকের ডিল
হাজারো পণ্য নিয়ে সারা বাংলাদেশে সেবা দিয়ে আসছে এই অনলাইন সাইটটি। ইলেকট্রনিক্স পণ্য, পোশাক-পরিচ্ছদ, খাবার-দাবার ইত্যাদি পণ্য ঢাকার মধ্যে ২-৪ দিনের মধ্যে এবং ঢাকার বাইরে ৩-৪ দিনের মধ্যে পণ্য পৌঁছে দিচ্ছে এই শপিং সাইটটি।
৪। পিকাব
অন্যান্য শপিং সাইটগুলোর মত পিকাব ইলেকট্রনিক্স পণ্য, পোশাক-পরিচ্ছদ, মোবাইল গেজেট ইত্যাদি পণ্য কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে সেবা দিয়ে আসছে অনলাইন শপিং সাইটটি। ঢাকার মধ্যে ২-৩ দিন এবং ঢাকার বাইরে ৩-৪ দিনের মধ্যেই পণ্য পৌঁছে দিচ্ছে এই অনলাইন শপিং সাইটটি।
৫। বাগডুম
পূর্বে এখন.কম নামে শুরু করলেও পরবর্তীতে বাগডুম নামে সেবা দেওয়া শুরু করে এই অনলাইন শপিং সাইটটি। যুবক-যুবতীদের টার্গেট করে সেইসব পণ্য নিয়ে সেবা দিয়ে আসছে এই অনলাইন শপিং সাইটটি।
৬। খাঁসফুড
অন্যান্য অনলাইন খাবার দাবার সাইটের সাথে পাল্লা দিয়ে খাঁসফুড তাদের ইউনিক খাবারের আইটেম কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে সেবা দিয়ে আসছে এই ওয়েবসাইটটি। আটা, ময়দা, চাল, তেল, চিনি, লবন ইত্যাদি পণ্য পাওয়া যায় এই অনলাইন সাইট থেকে।
৭। রকমারি
বিভিন্ন নামকরা দেশি এবং বিদেশি লেখকের বই পাঠকদের বাসায় পৌঁছে দিয়ে সেবা দিয়ে আসছে এই অনলাইন বই বিক্রির সাইটটি। ক্যাশ অন ডেলিভারী এবং কার্ড পেমেন্ট-এর সুবিধা দিয়ে ৭ দিনের মধ্যে সহজ রিটার্ন পলিসি নিয়ে সেবা দিয়ে আসছে এই অনলাইন সাইটটি।
৮। অথবা.কম
আজকেরডিল, দারাজ, পিকাব, দারাজ ইত্যাদি ওয়েবসাইটগুলোর মত অথবা ডটকমও পোশাক-পরিচ্ছদ, ইলেকট্রনিক্স পণ্য, মোবাইল গেজেট ইত্যাদি পণ্য কাস্টমারের বাসায় পৌঁছে দিয়ে আসছে এই অনলাইন শপিং সাইটটি।
আমি মিখায়েল রেমা। Executive, Communication & Public Relation, Chaldal.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।