Digital marketing শিখে কিভাবে অনলাইন থেকে ইনাকাম করা যায়?

আজ আমরা "ডিজিটাল মার্কেটিং শিখে কিভাবে অনলাইন থেকে আয় করা যায় "সে বিষয় নিয়ে আলোচনা করব। অনলাইন থেকে ইনকাম করার অনেক মাধ্যম আছে। তার মধ্যে অন্যতম ও জনপ্রিয় মাধ্যম হল ডিজিটাল মার্কেটিং। আশাকরি।

 

Digital marketing কি:-বর্তমান যুগ ডিজিটাল যুগ। আর ডিজিটাল যুগের মানুষ গুলো ডিজিটাল হয়ে গেছে। এখন  ঘরে বসেই পণ্য ক্রয় করা যায়। তো সেহেতু আপনি কেন ডিজিটাল মার্কেটিং শিখে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না? হ্যাঁ ডিজিটাল মার্কেটিং শিখে খুব সহজে অনলাইন থেকে ইনকাম করা যায়। তো সবার আগে আপনাকে জানতে হবে ডিজিটাল মার্কেটিং কি? এক কথায় বলা যায় ডিজিটাল ভাবে যে কাজ গুলো করা হয় সেটাই ডিজিটাল মার্কেটিং। আগের যুগে মানুষ মুখে বলে প্রতিভা প্রচার করত। তাতে অনেক কষ্ট হত এবং প্রচুর সময় ব্যায় হত। আর এখন অনলাইনের মাধ্যমে খুব সহজে আরও বেশি বেশি জনসম্মুখে নিজের প্রতিভার বিকাশ ঘটানো যায়। তাই বলতে পারি অল্প সময়ে ডিজিটাল ভাবে বেশি বেশি প্রচার করার কাজ গুলোই হল ডিজিটাল মার্কেটিং।

 

ডিজিটাল মার্কেটিং কেন শিখবেন? :- হ্যাঁ এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন। এ ক্ষেত্রে আমি বলতে পারি, ডিজিটাল মার্কেটিং করার ধাপ গুলোতে কোন পরিবর্তন হয় না। আপনি যদি একটু কষ্ট করে শিখতে পারেন তাহলে সব সময় আপনি একই পদ্দতিতে কাজ করতে পারবেন। আবার বলতে পারেন গ্রাফিক্স বেশি সহজ, কেন ডিজিটাল মার্কেটিং শিখবেন? এ বিষয়ে আমি বলতে চাই, মনে রাখবেন সবসময় কিন্তু  ডিজাইন এর পরিবর্তন হয়। ডিজাইন এর প্রতিযোগীও বেশি। তাছাড়া আপনি যদি creative ডিজাইন তৈরি করতে না পারেন, তাহলে অনেক পিছিয়ে যাবেন। তাই আমি বলব গ্রাফিক্স ডিজাইন এর চেয়ে ডিজিটাল মার্কেটিং এর কাজটা অনেক সহজ এবং ডিজিটাল মার্কেটিং করার পদ্দতি একই থাকে, এটার কোন পরিবর্তন হয় না।

 

ডিজিটাল মার্কেটিং করার বিভিন্ন পদ্দতি :- বর্তমানে সারা বিশ্বে ডিজিটাল মার্কেটিং এর কাজের ব্যাপক চাহিদা। চলুন এক নজরে ডিজিটাল মার্কেটিং করার পদ্দতি গুলো জেনে নিই।

 

  • SEO(Search Engine Optimizaton)

এর ফলে ওয়েব সাইট এ হাজার হাজার ভিজিটর আনা সম্ভব এবং খুব দ্রুত গুগলে Rank করে।

 

  • SMM(Social Media Marketing).

সামাজিক মাধ্যম গুলোতে লোকজন তাদের মতামত বিনিময় করে এবং বিভিন্ন টিউন শেয়ার করে।

  • Email Marketing.

মার্কেটিং করার বিভিন্ন উপায় আছে। টেলিভিশন, ব্যানার, লেফলেট এর মাধ্যমে যেমন প্রচার করা হয়। তেমনি  ইমেইল এর মাধ্যমে প্রচার করা হয়।

 

  • Video Marketing

ওয়েব সাইট এ অনেক ভিজিটর এর ফলে, যদি ওয়েব সাইট এর জন্য ভিডিও তৈরি করা যায় তাহলে ওয়েব সাইটটি আরও বেশি জনপ্রিয় হয়ে যায়।

 

  • Content Marketing.

কন্টেন্ট এর ভিতরে ওয়েব সাইট সম্পর্কিত তথ্য দিয়ে জনসম্মুখে প্রচারের মাধ্যমে  মার্কেটিং করা হয়।

 

ডিজিটাল মার্কেটিং এর সুবিধা  :-

  • পণ্য সম্পর্কে বেশি বেশি প্রচার করা যায়।
  • সঠিক clint পাওয়া যায়।
  • কম ব্যায় করে বেশি অর্থ  উপার্জন করা যায়।
  • ব্যাবসার গতিবিধি সম্পর্কে জানা যায়।

 

ডিজিটাল মার্কেটিং এর কাজ করে অনলাইন থেকে আয় করার উপায়:-অনলাইন মার্কেট প্লেস এ নিজের একটা প্রোফাইল তৈরি করে কাজ পাওয়া যায়। এমন অনেক মানুষ আছে, যারা সামাজিক মাধ্যম গুলোতে ডিজিটাল মার্কেটিং এর কাজ করানোর জন্য ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট খুঁজে, তাদের সাথে যোগাযোগ করে খুব সহজে কাজ করা যায়। আবার অনলাইনে  নিজেরই একটা ওয়েব সাইট তৈরি করে কাজের বিবরণ দিয়ে client পাওয়া যায়।

 

ওয়েব সাইট এর জন্য ডিজিটাল মার্কেটিং এর গুরুত্ব :-একটা ওয়েব সাইট গুগলে Rank করাতে গেলে ডিজিটাল মার্কেটিং এর কাজ করা খুবই প্রয়োজন। যেমন- ওয়েব সাইটটা গুগল এ ইনডেক্স করিয়ে গুগলকে জানাতে হবে। ওয়েব সাইটটা গুগল এ RanK করানোর জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমে এ ওয়েব সাইট এর লিঙ্কটা বেশি বেশি শেয়ার করতে হবে। কারণ সারা বিশ্বের ৯৫% লোকজন সামাজিক মাধ্যম গুলো ব্যবহার করে। এতে ওয়েব সাইট এর ভিজিটর বেড়ে যাবে। এ ছাড়া Froum posting, Airticale submit বা আরও অনেক ভাবে ওয়েব সাইট এর প্রচার করা যায়। এই কাজ গুলোর ফলে ওয়েব সাইটটি গুগল এর প্রথম পাতায় চলে আসবে। Visitor search করার সাথে সাথে ওয়েব সাইট টা পেয়ে যাবে। এবং ওয়েব সাইটটা বেশি জনপ্রিয় হয়ে যাবে।  

বর্তমানে অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর ব্যাপক চাহিদা। এই চাহিদা কে যদি কেউ পেশা হিসাবে নেয় তাহলে তার কখনও আর্থিক সংকটে পড়তে হবে না। এ ভাবে আপনি অনলাইনে ডিজিটাল মার্কেটিং এর কাজ করে অর্থনৈতিক ও পেশাগত জীবনে উন্নতি করতে পারেন। সবাই ভালো থাকবেন। লেখিকা ইয়াসমিন আক্তার ইতি MyLightHost এর সহায়ক কর্মকর্তা।

Level 0

আমি ইতি আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চমৎকার আর্টিকেল, যারা অনলাইন থেকে লেখালেখি করে আয় এবং ডিজিটাল মার্কেটিং করে আয়করতে ইচ্ছুক এটি তাদের জন্য অনেক সহায়ক।