Affiliate Vent নতুন একটি অ্যাফিলিয়েট মার্কেটিং প্লাটফর্ম। মাত্র কয়েকদিন হলো এর কাজ শুরু হয়েছে এবং অলরেডি অনেক মার্কেটার পেমেন্ট পেয়ে গেছে।
Affiliate Vent এর প্রধান কাজ হচ্ছে তাদের সাইটে ট্রাফিক জেনারেট করা এবং তাদের প্রোডাক্ট মার্কেটিং করা।
ইনকাম প্ল্যান : Affiliate Vent বর্তমানে ২০ টা দেশ থেকে ফ্রি লিড এপ্রোভ করে
1. Nepal, India, Sri-lanka = 0.05$
2. Singapore, Saudi arab, Malaysia = 0.10$
3. Indonesia, China, Germany, France, Italy = 0.20$
4. Vietnam, Bangladesh, Philippines = 0.30$
5. US, UK, Australia = 0.50$
6. Thailand, Keneya, Cyprus = 0.80$
এই কমিশন গুলো পাবেন আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে প্রতিজন কে জাস্ট সাইন আপ করানোর জন্য এবং সাইন আপ প্রসেস সম্পূর্ন ফ্রী।
ফ্রী সাইন আপ করার পর যদি কেউ আপনার মতো কাজ করতে চায় তাহলে তাকে Affiliate Vent এর প্রিমিয়াম মেম্বার হতে হবে। আপনার অ্যাফিলিয়েট লিঙ্কে ফ্রী সাইন আপ করে যদি কেউ প্রিমিয়াম মেম্বার হয় তাহলে আপনি পাবেন 18$।
Elite Member/Premium Commission চার লেভেলে দেওয়া হয়।
1st Tier : 18$
2nd Tier: 4$
3rd Tier : 2$
4th Tier : 1$
অর্থ্যাৎ দুই ভাবেই ইনকাম করতে পারবেন ফ্রী সাইন আপ করানোর মাধ্যমে এবং প্রিমিয়াম মেম্বার করানোর মাধ্যমে।
প্রথমে আপনাকে কারো অ্যাফিলিয়েট লিঙ্ক থেকে ফ্রী সাইন আপ করতে হবে, তারপর 45$ দিয়ে প্রিমিয়াম মেম্বার হওয়ার জন্য এপ্লাই করতে হবে এবং এপ্লাই করার ২৪/৪৮ ঘন্টার মধ্যে আপনার একাউন্ট এপ্রোভ হয়ে যাবে। একাউন্ট এপ্রোভ হয়ে গেলে আপনি আপনার ড্যাশবোর্ড এক্সেস করতে পারবেন এবং আপনার নিজের একটা অ্যাফিলিয়েট লিঙ্ক পাবেন কাজ করার জন্য।
আপনাকে এইখানে কাজ করতে হলে 45$ খরচ করতে হবে কারন আপনি ফ্রী মেম্বারশীপে অ্যাফিলিয়েট করতে পারবেন না। কাজ করতে হলে অবশ্যই প্রিমিয়াম মেম্বারশীপ নিতে হবে। যেহেতু এখন প্লাটফর্ম টা নতুন তাই এতো কমে করতে পারতেছেন ২/৩ মাসের মধ্যেই হয়তোবা এমাউন্ট টা বেড়ে যাবে।
Payment System:
আপনার একাউন্টে যখন 20$ হবে আপনি তখনই পেমেন্ট নিতে পারবেন। আপনাকে ১৫/৩০ দিন ওয়েট করতে হবে না পেমেন্ট এর জন্য। আপনার একাউন্টে 20$ হলে সাথে সাথে উইথড্র করবেন এবং ২৪/৪৮ ঘন্টার মধ্যে আপনার টাকা পেয়ে যাবেন।
Minimum Withdraw : 20$
Payment Method:
Paypal, Skrill (পেপাল বাংলাদেশে সাপোর্ট করে না তাই আপনারা স্ক্রিল এর মাধ্যমে খুব ইজিলি পেমেন্ট নিতে পারবেন)
অ্যাফিলিয়েট মার্কেটিং হিসেবে কেনো Affiliate Vent কে বাছাই করবেন :
১. সবথেকে চমৎকার যে কারন সেইটা হচ্ছে এইখানে পেন্ডিং বলতে কোনো কিচ্ছু নাই। আপনি একটা লিড বা ফ্রি সাইন আপ করালে সেইটা ইন্সট্যাট এপ্রোভ হবে। (কিছু কিছু লিড ডিক্লাইন আসবে কারন আইপি প্রবলেম বা এক ডিভাইসে একাধিক একাউন্ট এর জন্য)
২. অন্য মার্কেটপ্লেস গুলোতে লিড পেন্ডিং এ পড়ে থাকে ১ মাস আর পেমেন্ট পাইতে এক মাস কিন্তু এই প্লাটফর্মে লিড এপ্রোভ হবে ইন্সট্যান্ট এবং পেমেন্ট পাইতে মাত্র ২৪/৪৮ ঘন্টা।
৩. অন্য যতো মার্কেটপ্লেস আছে সেখানে অনেক মার্কেটার কাজ করতেছে কিন্তু এই প্লাটফর্ম টা যেহেতু নতুন তাই আপনারা খুব সহজে ফ্রি লিড এবং প্রিমিয়াম মেম্বার পাবেন।
৫. আপনি চাইলে প্রতিদিনের টাকা প্রতিদিন ই নিতে পারবেন যেইটা অন্য মার্কেট প্লেসে স্বপ্নেও সম্ভব না।
৬. তাই আমি মনে করি আমরা যারা নতুন বা এক্সপার্ট মার্কেটার তাদের জন্য Affiliate Vent হচ্ছে সবথেকে ভালো একটা প্লাটফর্ম প্যাসিভ ইনকামের জন্য।
যদি কেউ কাজ করার জন্য ইন্টারেস্টেড থাকেন বা কিছু জানার থাকে তাহলে আমাকে পার্সোনালি মেসেজ করবেন।
https://www.facebook.com/lincolnctk
যাদের এফিলিয়েট সমর্পকে ধারনা আছে তারা ত জানেন এফিলিয়েট এ ইনভেস্ট করে কাজ শুরু করতে হয়।
কাজ না পারলে ট্রেনিং করিয়ে শিখিয়ে দেওয়ার জন্য আমাদের সাহায্যকারি গ্রুপ রয়েছে।
https://www.facebook.com/groups/259587731416623/
https://www.facebook.com/groups/163891304238547/
আমি lincoln chatkhil। Logistic Officer, Job, Tabuk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 6 টিউনারকে ফলো করি।
আমি linkon. Admin www.amaderchatkhil.com