অনলাইন থেকে আয় করা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকে হয়ত গ্রাফিক্স ডিজাইন শিখে ঘরে বসে আছেন। তাদের জন্য আমি দারুণ সব টিপস নিয়ে হাজির হলাম। আশা করি সবায় ভালো আছেন? আমিও খুব ভালো আছি।
হ্যাঁ এবার আশাকরি।
গ্রাফিক্স ডিজাইন নিয়ে আলোচনা:- গ্রাফিক্স ডিজাইন এর নির্দিষ্ট কোন সংজ্ঞা নেই। আমি আমার নিজের মত করে বলছি। গ্রাফিক্স মানে অঙ্কন। ডিজাইন মানে নকশা। আর গ্রাফিক্স ডিজাইন মানে বিভিন্ন নকশা অঙ্কন করা। যা অন্যের থেকে আলাদা। বলা যায় ডিজাইনটা creativeহবে, color combinationভালো হবে, আর unique হবে। আজকাল সামাজিক মাধ্যম গুলোতে অনেক Picture দেখা যায়, ছবিগুলো তুলে ফটোশপ বা অন্যান্য apps ব্যবহার করে, রং, জায়গা, আরও অনেক পরিবরতন করা থাকে। মানে সবাই নিজেকে বেশি সুন্দর এবং আকর্ষণীয় করে তোলে। সুন্দর বা আকর্ষণীয় করে তোলার জন্য যে নকশা অঙ্কন করা হয় সেটাই মূলত গ্রাফিক্স ডিজাইন। হতে পারে আপনি ইমেজ manipulation ভালো পারেন, logo ডিজাইন, ওয়েব সাইট ডিজাইন বা অন্যান্য ডিজাইন ভালো পারেন। আপনি যত চর্চা করবেন, তত আপনার ব্রেইন এ creative চিন্তা ধারা আসবে। আপনি যে ডিজাইনটা ভালো পারেন সেটা নিয়ে বেশি বেশি চর্চা করুন এবং অনলাইন ও জনসম্মুখে প্রচার করুন।
মার্কেটপ্লেস সম্পর্কে ধারণা:-এবার আশাকরি। আমরা সাধারণত, সরকারি চাকরির পিছনে দৌড়াতে দৌড়াতে নিজেদের জীবনের অর্ধেক সময় নষ্ট করে ফেলি। কিন্তু অনলাইন এ যে অনেক কাজ রয়েছে যে গুলো আমরা চিন্তা করে দেখিনা। আমরা অনেক সময় funny video দেখে internet package ব্যায় করি। কথায় আছে ব্যায় করলে রাজার ভাণ্ডারও একসময় ফুরায়ে যায়। আমাদের চিন্তা ধারা থাকতে হবে কি করে সময় এবং জ্ঞানটা সঠিকভাবে কাজে লাগানো যায়। তাই সময় নষ্ট না করে আজই অনলাইন মার্কেটপ্লেস এ নিজের account তৈরি করুন। আপনার প্রোফাইলটা যদি সুন্দর করে সাজিয়ে রাখেন এবং online এ সবসময় active থাকেন তাহলে খুব সহজে বায়ারের মনোযোগ পেতে পারেন। অনলাইন এ অনেক মার্কেটপ্লেস আছে, যেখানে আপনি আপনার গ্রাফিক্স জ্ঞান দিয়ে ইনকাম করতে পারেন। যেমন:-
কি কাজের জন্য গ্রাফিক্স ডিজাইন প্রয়োজন :- কাজ খুঁজলে কাজের অভাব নেই। সারা বিশ্বে গ্রাফিক্স ডিজাইন এর ব্যাপক চাহিদা। বিজনেস কার্ড, ফ্লাইয়ার, ব্রশিয়ার, বুক কাভার, টিউনার, ব্যানার, প্যাকেট ডিজাইন, বিলবোর্ড, ফটো এডিটিং ইত্যাদি। এই কাজ গুলোর চাহিদা কখনও কমে না। অনলাইন এমন অনেক কাজ আছে। আপনি চাইলে এই কাজগুলোর মাধ্যমে ঘরে বসে অনলাইন থেকে টাকা আয় করতে পারেন।
এবার আশাকরি-
গ্রাফিক্স ডিজাইন এর সুবিধা :-
গ্রাফিক্স ডিজাইন এর অসুবিধা:-
গ্রাফিক্স ডিজাইন এর জন্য প্রয়োজনীয় সফটওয়্যার :-এবার হয়ত ভাবতে পারেন ডিজাইন এর জন্য কোন ভালো সফটওয়্যার আছে কিনা? হ্যাঁ ডিজাইনের জন্য সবচেয়ে ভালো এবং জনপ্রিয় সফটওয়্যার হল- অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলসস্ট্রেটর।
অ্যাডোবি ফটোশপ এর মাধ্যমে আপনি বিজনেস কার্ড, ফ্লাইয়ার, ব্রশিয়ার, বুক কাভার, টিউনার, ব্যানার, প্যাকেট ডিজাইন, বিলবোর্ড, ফটো এডিটিং ইত্যাদি ডিজাইন করতে পারবেন। আর অ্যাডোবি ইলসস্ট্রেটর এ ফটো এডিটিং ছাড়া আপনি সব ডিজাইন করতে পারবেন।
গ্রাফিক্স ডিজাইন এর প্রতিযোগী :- প্রতিযোগীতা না থাকলে কাজের আগ্রহ কমে যায়। বর্তমানে গ্রাফিক্স ডিজাইন এর প্রতিযোগী অনেক বেশি। অনেকে মোবাইল অ্যাপস দিয়ে ডিজাইন তৈরি করে, অনলাইন এর মাধ্যমে অর্থ উপার্জন করে। আবার অনেকে অ্যাডোবি ফটোশপ ও অ্যাডোবি ইলসস্ট্রেটর এর ব্যবহার করে ডিজাইন জগতে রাজা হয়ে গেছে। তাই আপনাকে সবসময় নতুন কোন ডিজাইন তৈরি করার মানসিকতা থাকতে হবে, যাকে বলে creative চিন্তা ধারা। তাহলে আপনি খুব সহজে গ্রাফিক্স ডিজাইন এর কাজ করে আগামীর পথে অগ্রসর হতে পারবেন।
মানুষের চেস্টার অসাধ্য কোন কাজ নেই। আপনি একটু চেষ্টা করলেই, অনলাইনে গ্রাফিক্স এর কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে। লেখিকা ইয়াসমিন আক্তার ইতি। Mylighthost এর সহকারী কর্মকর্তা।
আমি ইতি আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।