Google Camera দিয়ে DSLR এর মত ছবি তুলুন

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

বর্তমান ক্যামেরার মধ্যে অন্যতম জনপ্রিয় Camera হচ্ছে গুগল ক্যামেরা, Google Camera জনপ্রিয় হওয়ার প্রধান কারণ হচ্ছে ক্যামেরার মধ্যে Lens blur একটা ফিচার ব্যবহার করা হয়েছে  যার মাধ্যমে ব্যবহারকারীরা খুব সহজেই পিছনের Background Blue করে ছবি তুলতে পারবেন অর্থাৎ DSLR এর মত।
নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারবেন।
গুগল প্লে স্টোরে এখনো পাওয়া যাচ্ছে না।

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলো:

১. অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে ৩৬০ডিগ্রী অ্যাঙ্গেলেও ছবি তোলা যাবে।

২. রয়েছে বিশেষ এইচডিআর প্লাস ফিচার। ফলে ছবি হবে তোলা যাবে আরও নিখুঁতভাবে।

৩. গুগল ক্যামেরা ফোকস ফিচারটি অসাধারণ। নির্দিষ্ট কোনো অংশকে সহজে ফোকাস করা যায়।

৪. অ্যাপ্লিকেশনটিতে টাইমার অপশনটি উন্নত করা হয়েছে। এতে করে এখন ব্যবহারকারীরা ৩ অথবা ১০ সেকেন্ড সময় নির্বাচন করে ছবি তুলতে পারবেন।

৫. এতে রয়েছে প্যানারোমা অপশন।

নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন

https://google-camera.en.uptodown.com/android

Level 0

আমি জাহিদুল ইসলাম রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস