সতেজ এবং প্রাণবন্ত থাকতে সকালের নাস্তা

সকালের নাস্তা মানুষের শরীরকে সতেজ এবং প্রাণবন্ত রাখে। তাই, সকালে যতসম্ভব ভাল নাস্তা খাওয়া প্রয়োজন। সকালে ভালমত নাস্তা খেলে, সারাদিন না খেয়ে হলেও আপনি মোটামুটি ভাল থাকতে পারবেন। সকালের নাস্তা মানুষের মস্তিষ্ক ভাল রাখে। তাই বলে যেমন তেমন ভারী খাবার খাওয়া উচিৎ হবেনা। জেনে রাখা ভাল যে, কোন খাবারগুলো সকালের খাবার হিসেবে উপযোগী। তাই, চলুন জেনে নিই, সকালের নাস্তার উপযোগী খাবারগুলো সম্পর্কে।

ক। আটারুটি

সকালে কলা, সবজি কিংবা ডিম দিয়ে আটার রুটি খেলে সারাদিন প্রাণবন্ত থাকতে পারবেন। এটি বেশ ভাল এনার্জি সরবরাহ করে মানুষের শরীরে। তাই, সকালে ভাত অথবা পাউরুটির মত খাবার না খেয়ে আটার তৈরি রুটি খেতে পারেন।

 

খ। খিচুড়ি

সকালে যারা ভাত খেতে পছন্দ করেন তারা সবজির খিচুড়ি বানিয়ে খেতে পারেন। সকালে খিচুড়ি স্বাস্থ্যের জন্যে অনেক উপকারী একটি খাদ্য। বেশি পরিমাণে সবজি দিয়ে খিচুড়ি রেঁধে খেলে দেহে পাবেন প্রচুর পরিমাণে পুষ্টি।

 

গ। ডিম

প্রোটিনের সব চাইতে ভালো উৎস বলা হয় ডিমকে। কারণ, ডিমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল। তবে, মনে রাখবেন, যারা স্বাস্থ্যবান তাদের ডিমের কুসুম এড়িয়ে যাওয়ায় ভাল। সকালের নাস্তায় ডিম আপনাকে প্রচুর পরিমাণে প্রোটিন সরবরাহ করতে সাহায্য করবে।

 

ঘ। ফল

আপেল, কলা, কমলা, আঙুর ইত্যাদি ফলমূল সকালের নাস্তায় অনেক উপকারী একটি খাবার। একটি বিশয় জেনে রাখা ভাল যে, শুধুমাত্র ফল খেয়েও সকালের একটি ভাল নাস্তা সেরে ফেলা যায়। তাই, কিছু টাকা খরচ করে ঘরে ফলমূল কিনে রাখলে সকালের নাস্তায় একটি কার্যকরী নাস্তার আয়োজন করতে পারবেন।

 

ঙ।  অন্যান্য খাবার

উপরে উল্লেখিত কোনটাই যদি আপনার পছন্দের নাস্তার মধ্যে না পরে, তাহলে খেতে পারেন অন্য কিছু। অনলাইনে পাবেন লোকাল ব্রেকফাস্ট, এনার্জি বুস্টার, সিরিয়ালস, এবং জ্যাম স্প্রিডস মত পুষ্টিকর খাবার, যেগুলো সকালের নাস্তায় ভাল প্রোটিন এবং ভিটামিন পেতে সাহায্য করবে।

 

অতএব, সারাদিন বাইরে কোথাও ঘুরতে বা কাজে গেলে ভাল নাস্তা না করে বের হবেন না। এটি স্বাস্থ্যের জন্যে অনেক ক্ষতিকর এবং এতে করে আপনি সারাদিন দুর্বলতায় ভোগতে থাকবেন। তাই, প্রতিদিন সকালে ভাল নাস্তা গ্রহণ করুন এবং সারাদিন সতেজ এবং প্রাণবন্ত থাকুন।

Level 0

আমি মিখায়েল রেমা। Executive, Communication & Public Relation, Chaldal.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় মিখায়েল রেমা,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।