নাসার পোস্ট করা যে ভিডিওতে মাতল নেটদুনিয়া!

টিউন বিভাগ অন্যান্য
প্রকাশিত
জোসস করেছেন

বেশ কিছু ভাইরাল ভিডিও থাকে যেগুলি মনে দাগ কাটে৷  নাসার পোস্ট করা একটি ভিডিও সবার মনে সেরকমই দাগ কেটেছে৷ সম্প্রতি একটি রকেট লঞ্জ করে নাসা৷ যার কারণে উত্তপ্ত হয়ে ওঠে লঞ্চ প্যাডটি৷ আর সেটিকেই ঠান্ডা করতে ৪, ৫০, ০০০ গ্যালন পানি ছাড়া হয়৷ আর সেই ভিডিওটি ধারণ করা হয় ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে৷

ভিডিওটিকে নাসার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়৷ এখন পর্যন্ত প্রায় ৩.৯ লক্ষ ইউজার ভিডিওটি দেখেছেন৷ স্পেস এজেন্সি ভিডিওটি পোস্ট করার সঙ্গে সঙ্গে গোটা বিষয়টির বিশ্লেষণও করে৷ যেখানেই ৪, ৫০, ০০০ গ্যালন পানি ছাড়ার রহস্যভেদ করা হয়৷ সংস্থা জানাচ্ছে, ‘রকেট লঞ্চের পরবর্তী উত্তাপ নিয়ন্ত্রনের জন্যই সিস্টেমটিকে ব্যবহার করা হয়েছে৷’

সূত্রের খবর, ২০২০ সালের জুনে লঞ্জ করা হবে এক্সপ্লোরেশন মিশন-১৷ স্পেস লঞ্চ সিস্টেমের প্রথম ফ্লাইট হতে চলেছে এটি৷ যেটির উপর নাসা ১০ বছরের বেশি সময় ধরেই কাজ করে চলেছে৷ নাসা জানাচ্ছে, আগের পরীক্ষার উপর ভিত্তি করে লঞ্চ প্যাডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে৷ যেটি লঞ্চ সিস্টেমের কার্যকারিতাকে অনেকাংশে বাড়াবে

Level 4

আমি বিপ্লব হুসাইন। CEO, YouthEye Foundation, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 7 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 15 টিউনারকে ফলো করি।

A computer science & engineering student along with a youth social activist in Bangladesh, Love to teach, learning new things and writing articles for the betterment of peoples.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস