চালডাল ডটকম বাংলাদেশের একটি অনলাইন গ্রোসারি শপ, যেটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। চালডাল ফলমূল, মাছ মাংস, শাকসবজি, চাল, দুধ, চিনি, ইত্যাদি অনলাইনের মাধ্যমে বিক্রি করে দেশের মানুষকে সেবা প্রদান করে আসছে। চালডাল-এর নিজস্ব ওয়েবসাইট, অ্যান্ড্রয়েড অ্যাপস এবং আইওএস অ্যাপস আছে, যেটির মাধ্যমে কাস্টমার ঘরে বসে পছন্দমত পণ্য অর্ডার করতে পারে।
চালডাল-এর প্রতিষ্ঠাতা ওয়াসিম আলিম (সিইও), জিয়া আশরাফ (সিওও) এবং তেজাস বিশ্বনাথ (সিটিও)। চালডাল বর্তমানে ১৫০০ অর্ডার ডেলিভারি করছে। সাম্প্রতিক বছরে চালডাল আইএফসি (ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন) ওয়ার্ল্ড ব্যাংক-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে। তবে যাত্রার শুরুর দিকে চালডাল বিভিন্ন প্রাইভেট কোম্পানি, এবং আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটালিস্টদের অর্থায়নে পরিচালিত হত।
খুব দ্রুত এবং ভালো মানের সেবা প্রদানের লক্ষ্যে বর্তমানে হাজারিবাগ, বনানী, রাজারবাগ, মিরপুর, উত্তরা, ঢালিবারি, এবং কল্যানপুর-এর মতো বিভিন্ন স্থানে মোট ৭ টি ওয়্যারহাউজ নিয়ে কাজ করছে। এইসকল ওয়্যারহাউজেই পণ্য স্টক করে ডেলিভারির জন্য কাস্টমার-এর ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়।
চালডাল ইউনিলিভার, নেসলে, প্রাণ, আড়ং, স্কয়ার, এসিআই-এর মত নানা ব্র্যান্ড এবং বিভিন্ন খুচরা বিক্রেতা, আমদানিকারক এবং ম্যানুফেকচারের কাছ থেকে পণ্য সরবরাহ করে থাকে।
চালডাল ২০১৫ সালে বিশ্বের ৫০০ স্টার্টআপ কোম্পানিগুলোর মধ্যে ৯ম স্থান অধিকার করে। এই স্থান অর্জনের বিষয়টি ফোর্বস ম্যাগাজিনের স্টার্টআপ এসিস্টার ‘ওয়াই কম্বিনেটর”-এ প্রকাশিত হয়। এবং ২০১৭ সালে চালডাল ডেইলি স্টার-এর ‘ই বিজনেস অফ দ্য ইয়ার’ পুরুষকারে ভূষিত হয়।
আমি মিখায়েল রেমা। Executive, Communication & Public Relation, Chaldal.com, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।