কি করতে এসেছ এই পৃথিবীতে? নিজেকে কতটুকু জানো?

কি করতে এসেছ এই পৃথিবীতে? নিজেকে কতটুকু জানো?

স্বাগতম সবাইকে আমার ৬ষ্ঠ নাম্বার টিউনে। আজ আমি আপনাদের মাঝে আমার ব্যক্তিগত ডায়েরীতে লেখা একটি অণুপ্রেরণামূলক ব্লগ শেয়ার করব ব্লগটি ভাল লাগলে লাইক দিবেন ও টিউমেন্ট করবেন। ধন্যবাদ।

→ তুমি কখন দিশেহারা হও? যখন তোমার উপরে ভরসা হারিয়ে ফেল। যখন তুমি নিজেকে মূল্যহীন মনে কর। যখন নিজেকে নবান্য ভাব, নিজেকে তুচ্ছ ভাব।

→ তুমি কখন কষ্ট পাও? যখন তোমার নিজের লোক তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে, যখন তোমার নিজের কেউ তোমাকে অবহেলা করে, যখন তুমি তোমার প্রিয় জিনিস হারিয়ে ফেল, তখন তুমি কষ্ট পাও। আমি শারীরিক কষ্টের কথা বলছি না, কেননা শারীরিক কষ্ট তো কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে, কিন্তু তোমার মধ্যে যদি মানসিক কষ্টের দাগ থেকে যায়, তাহলে সেই দাগ সারাজীবন থেকে যাবে। অর্থাৎ মানসিক কষ্টই তোমাকে যন্ত্রণা দেবে আজীবন।

→ তুমি কখন কাউকে ভালবাস? যখন কারও মধ্যে নিজেকে খুঁজে পাও। তাকে নিয়ে তুমি স্বপ্ন দেখ, যখন তার কষ্টে তুমি কষ্ট পাও, বুঝে নিও যে তুমি তাকে ভালবেসে ফেলেছ।

→ তুমি কখন নিজেকে শক্তিশালী মনে কর? যখন তুমি কোনো ভাল কাজ কর। যখন তোমার দ্বারা কোনো অসাধ্য সাধন হয়। যখন তোমার কর্মের জন্য হাজার হাজার লোক করতালি দেয়. তখন তুমি নিজেকে শক্তিশালী মনে কর।

→ তুমি, আমি, আমরা সবাই মানুষ। আমাদের মধ্যে রাগ, অভিমান, ভালবাসা, দুঃখ, কষ্ট সবই থাকে। বললাম না!? যে কারণগুলোর জন্য তুমি দুঃখ পাও, কষ্ট পাও, নিজেকে নগন্য মনে কর তো এর পর থেকে যখন েএই কারণগুলোর সম্মুখীন হবে, তখন তাদেরকে Avoid করবে। এবং যে কারণগুলোর জন্য নিজেকে শক্তিশালী মনে হয়, সে কারণগুলি খুঁজতে থাকবে।

→ বন্ধ তুমি জান, আমাদের জীবনটি সৃষ্টিকর্তার দেওয়া একটা অমূল্য উপহার, চেষ্টা কর এ উপহারটির সঠিক ব্যবহার করার। জীবন এমনই একটা জিনিস যেটার মধ্যে Second Chance বলে কিছু থাকবে না। আর পৃথিবী এমনই একটা জিনিস, এখান ‍থেকে তুমি চলে যাবার পর, তোমাকে কেউ মনে রাখবে না, মনে রাখবে তোমার কর্মকে।

→ হ্যা! নিজেদের লোক কষ্ট পাবে। কান্নাকাটি করবে তবে তা অল্প দিনের জন্য। তারপর তারাও তোমাকে ভুলে যাবে, তারাও সাধারণ জীবন শ্রোতে ফিরে আসবে। এটাই বিধীর বিধান। তাই বাস্তবকে মেনে নেয়াই বুদ্ধি মানের কাজ।

→ সৃষ্টিকর্তা আমাদের কোন না কোন উদ্দেশ্য কোনো না কোনো কারণে পাঠিয়েছেন, তো আমরা চেষ্টা করব সে উদ্দেশ্যটাকে বুঝার। উপরওয়ালা কাউকে খালি হাতে পাঠায় নি। কাউকে কিছু না কিছু করার ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন তাই সৃষ্টিকর্তার এই জীবন নামক উপহারটাকে একটু মর্যাদা দাও্।

→পৃথিবীতে  এলাম, খেলাম দেলাম বংশবিস্তার করলাম শেষে মরে গেলাম কোন লাভ নেই, কেউ মনে রাখবে না। মনে রাখবে তোমার কাজকে, তোমার ব্যবহারকে, মনে রাখবে তোমার প্রতিভাকে।

→ বন্ধ আগে নিজেকে চেনার চেষ্টা কর, নিজেকে বুঝতে শেখ, দেখবে কোনো কিছুই আর অজানা থাকবে না। তুমি চাইলে সব কিছুই করতে পার, Because you are a superhuman.

আমার কিছু প্রশ্ন রইল আশা করি সবাই টিউমেন্টে জানাবেন এবংভালো লাগলে উৎসাহ দিবেন।

১) তুমি কি হতে চাও?

২) কি করতে চাও এই পৃথিবী এবং সমাজের জন্য?

৩) এমন কি কাজ করতে চাও যার জন্য পৃথিবী কোন দিন তোমাকে ভুলতে পারবে না?

 

Level 0

আমি ফাতিকুল ফেরদৌস আসিফ। , Munshiganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "ফাতিকুল ফেরদৌস আসিফ"। আমি 20 ঘন্টা 7 মিনিট আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি। I am Fatiqul Ferdous Asif. I read engineers on computer science. In an...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস