ওয়ালটন এর সেরা ফোনগুলো ১০ হাজার টাকার আশেপাশে

টাইট বাজেট তবে ভালো ফোন! এমন চাহিদা কোননা কোন সময় কোন কারনে আমাদের সবারই থাকে। তেমনি একটি বাজেট রেঞ্জ হল ১০ হাজার টাকা। এই আর্টিকেলে আলোচনা করব ১০ হাজার টাকার আশে পাঁশের ওয়ালটন এর বিভিন্ন ফোন সম্পর্কে।

Primo GM3+

ওয়ালটন এর ব্যাটারি কিং নতুন এই ডিভাইসটির দাম ৮৪৯৯ টাকা মাত্র। এতে পাওয়া যাবে ৪জি কানেক্টিভিটি - যা একে আরও জনপ্রিয় করে তুলেছে। স্মার্টফোনটির আরেকটি ফিচার টেকনোলোজি হল এর ১৮:৯ রেশিও ডিসপ্লে। স্মার্টফোনটি ডিজাইন এর দিক দিয়ে অনেক আকর্ষনীয়। যারা বাজেট রেঞ্জে প্রিমিয়াম ডিজাইনের স্মার্টফোন চাচ্ছেন তাদের জন্য প্রিমো জিএম৩ প্লাস ডিভাইসটি।

  • ৫.৩৪" ১৮:৯ রেশিও ফুল ভিউ ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড
  • ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে সফট এলইডি ফ্ল্যাশ
  • রিয়ার 13 মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • ২ জিবি ডিডিআর৩ র‍্যাম এবং ১৬ জিবি রম
  • ৪০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি

Primo H7s

ডিপ ব্লু এবং গোল্ডেন কালারে ২ জিবি র‍্যাম সহ ওয়ালটন এর আরেকটি স্মার্টফোন হল Primo H7s। ওরিও ৮.১ সমৃদ্ধ নতুন এই ৪জি স্মার্টফোন সম্পর্কে আজ জানব বিস্তারিত। এর দাম 9, 199 টাকা মাত্র। ডিভাইসটি লম্বায় ১৪৭.৫ মিলিমিটার, প্রস্থে ৬৯.৯ মিলিমিটার। ডিভাইসটির পুরুত্ব ৮.৩ মিলিমিটার। ব্যাটারিসহ এই  ডিভাইসটির ওজন ১৬৭ গ্রাম। ডিভাইসটিকে ব্যাক আপ দিবে একটি ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি, ব্যাটারিটি নন-রিমুভেবল।

  • ৫.৪৫" ১৮:৯ রেশিও ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড; স্ক্রাচ প্রটেক্টিভ গ্লাস
  • ফ্রন্ট ৫ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • রিয়ার ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • ২ জিবি ডিডিআর৩ রাম এবং ১৬ জিবি রম
  • ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ৮.১.০ অরিও অপারেটিং সিস্টেম

Primo R5

ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার নিয়ে ওয়ালটন এর আরেকটি বাজেট স্মার্টফোন প্রিমো আর৫। এই প্রিমো আর৫ ডিভাইসটির দাম ৯৯৯৯ বা ১০ হাজার টাকা। ১০ হাজার টাকার এই ফোনে ওয়ালটন এর আরেকটি স্মার্টফোন প্রিমো জিএম ৩ এর সাথে মিল পাওয়া যাবে। কেননা এই স্মার্টফোনটিতেও ব্যবহার করেছে ইমাজিনেশন টেকনোলজিস এর পাওয়ার ভিআর জিপিইউ; আর এই জিপিইউ মডেলটি হল PowerVr Rogue Ge8100।

  • ৫.৭২" ১৮:৯ রেশিও ডিসপ্লে; যা সাইড দিয়ে ২.৫ডি কার্ভড; স্ক্রাচ প্রটেক্টিভ গ্লাস
  • ফ্রন্ট ৮ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • রিয়ার ১৩ মেগাপিক্সেল ক্যামেরা সাথে এলইডি ফ্ল্যাশ
  • ২ জিবি ডিডিআর৩ রাম এবং ১৬ জিবি রম
  • ৩০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি
  • ৮.১ অরিও অপারেটিং সিস্টেম

এই ছিল ১০ হাজার টাকার বাজেট রেঞ্জে ওয়ালটন এর সেরা কতগুলো স্মার্টফোন। এগুলো সবগুলি নিজস্ব ডিজাইন এবং ফিচারস এর দিক দিয়ে অন্যোন্য, তো আপনি আপনার যেটা পছন্দ সেটা কিনে নিতে পারেন।

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস