Dedicated server কি এবং কেন ব্যবহার করা হয়? website এর জন্য dedicated server এর প্রয়োজনীয়তা কি?

মানুষের জানা বা বোঝার কোন শেষ নেই। পৃথিবীতে এমন অনেক কিছু আছে, যে গুলো আমরা জানি না। আমরা প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখি। আর তাই আমি আজ dedicated server নিয়ে আলোচনা করব। আপনাদেরকে যদি সামান্য কিছু বোঝাতে পারি তাহলে আমার লেখাটা সার্থক হবে। আসুন মূল প্রসঙ্গে যাই।

 

Dedicated server কি:-  অনেকের মনে হয়ত অনেক কথাই চলে এসেছে | dedicated মানে উত্সর্গিত আর server মানে সেবা প্রদানকারী। আসলে বেপারটা একটু গুছিয়ে বলি। আপনার একটা কম্পিউটার আছে আপনি চাইলেই ইচ্ছা মত software install দিতে পারেন। ঠিক তেমনি আপনি যখন কোন কোম্পানির কাছ থেকে ডেডিকেটেড সেবা গ্রহণ করবেন, তখন আপনাকে dedicated company একটা ইউনিক IP address এবং একটা password দিবে। তখন আপনার computer ই একটা server এ পরিণত হয়ে যাবে। ডেডিকেটেড সার্ভার একটি স্বয়ংসম্পূর্ণ ইন্টারনেট সার্ভার। যেখানে ইউজার নিজ পচন্দমত অপারেটিং রিস্টেম, হার্ডওয়্যার, সফটওয়্যার ব্যবহার করতে পারে।

 

কেন dedicated server ব্যবহার করব :- আপনারা  কিছু মনে করবেন না সবাই যদি কাজের লোক হয়, তাহলে boss কে হবে? আর যারা boss হতে চায়, মানে নিজেরই একটা কোম্পানি তৈরি করতে চায়, তাদের জন্যই মূলত dedicated hosting প্রয়োজন। dedicated hosting এর ফলে আপনার ওয়েবসাইট এর loading speed বেড়ে যাবে। নিজের ইচ্ছা মত software install  করতে পারবেন। যখন আপনার ওয়েব সাইট এ অনেক visitor আসবে তখন desicated server এর ফলে আপনার ওয়েব সাইট এর ভারসাম্যতা রক্ষা পাবে।

 

Website এর জন্য dedicated server কি প্রয়োজন?- হ্যাঁ বন্ধুরা আপনারা যারা নিজের website টি একটি server এ রূপান্তরিত করতে চান তাদের জন্যই dedicated server। আপনার website server হয়ে গেলে আপনি আপনার website এর মাধ্যমে visitor দের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করে টাকা income করতে পারবেন। এতে আপনার জীবন ও ব্যবসার মানের পরিবর্তন ঘটবে।

 

আপনার website এর জন্য কখন dedicated hosting ব্যবহার করবেন :- এই বিষয় টা আপনার website এর জন্য খুবই জরুরি website তৈরি করার পর সাথে সাথে যদি আপনি dedicated hosting নিতে চান তাহলে ভুল করবেন। এই জন্য সব সময় যুক্তি এবং বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। আপনাকে বাজেট এর কথাটাও ভাবতে হবে। প্রথমে আপনি shared hostingনিয়ে চালাতে পারেন। কারণ shared hosting এর দাম কম। তারপর যখন দেখবেন আপনার website এর অনেক visitor আসছে, তখন আপনি dedicated hosting নিয়ে নিবেন।

 

Dedicated server এর সুবিধা :- আমরা যা করি, বলি, দেখি ও শুনি সবকিছুরই সুবিধা আছে। আবার অসুবিধাও আছে। সুখ আর দুঃখ যেমন একে অপরের বন্ধু, ঠিক তেমনি সবকিছুর সুবিধা ও অসুবিধা আছে। dedicated hosting এর ফলে খুব সহজে নির্ভরযোগ্যতা লাভ করা যায়। dedicated hosting সম্পদ এর মত। আপনি আপনার ইচ্ছা মত ব্যবহার করতে পারবেন। আপনার সম্পদ আপনি কিভাবে ব্যবহার করবেন এটা আপনার ব্যাপার। কিন্তু hosting এর যথাযথ ব্যবহার জানতে হবে।

 

technical বাবস্থা সম্পর্কে ধারণা :-  আপনি যে কোম্পানি এর কাছ থেকে hosting কিনবেন তারা আপনাকে technically কেমন support দিবে সে বিষয় টা জেনে রাখা ভালো। তাতে আপনারই সুবিধা। technical problem এর ফলে আপনার website থেকে হাজার হাজার visitor নষ্ট হতে পারে। তাই decision নেওয়ার আগে ভালো করে চিন্তা ভাবনা করে নিন।

 

নিরাপত্তা বাবস্থা:-অনেক সময় অনেক website ঝুঁকির সম্মুখীন হয়। সে ক্ষেত্রে dedicated hosting এর ফলে website এর জন্য কোন ঝুঁকি থাকে না। আপনি আপনার ইচ্ছা  মত এটি access করতে পারবেন। যদি কোন problem হয় তখন আপনি নিজের মত করে সমাধান করতে পারবেন।

মানিব্যাক গ্যারান্টি:- নিজের সামর্থ্য বুঝে স্বপ্ন দেখা উচিত। আপনি যেমন নিজেকে চালাক ভাবেন, তেমনি প্রত্যেকেই নিজেকে চালাক ভাবে। তাই একটু ঠাণ্ডা মাথায় চিন্তা করে নিন। কারন আপনি যেমন Invest করবেন তেমন feedback পাবেন। আপনার টাকা অনুযায়ী সার্ভিসটা বুঝে নিন। অনেক কোম্পানি মানিব্যাক গ্যারান্টি দিয়ে থাকে, সে বিষয়টা নিশ্চিত হয়ে নিন।

Disk space কি unlimited দিবে :- হ্যাঁ বন্ধুরা আপনারা হয়ত অনেক কোম্পানি তে unlimited disk space পাবেন এমন প্রতিশ্রুতি পেয়েছেন। কিন্তু একটা কথা কি একবার ও ভেবে দেখেছেন, পৃথিবীতে কোন কিছুই unlimited হয় না। এমনকি আপনার নিজের জীবনের ই কোন limitation নেই। কোম্পানি গুলো আপনার আমার মতই কম্পিউটার এর হার্ড ডিস্ক থেকে সেবা প্রদান করে। তাই অন্যের কথায় কান না দেওয়া টাই ভালো। তাতে আপনারই সুবিধা। নিজের জিনিষ নিজেই জেনে বুঝে কিনুন।
ব্যবহারকারীদের মতামত সম্পর্কে জানা:- বর্তমান যুগ Internet এর যুগ। এখন মানুষ অনেক updated। যে কোন কিছু জানার প্রয়োজন হলে search enginee এ  search করলে পাওয়া যায়। ব্যবহারকারীদের মতামত জানতে পারলে আপনি বুঝতে পারবেন, কোন কোম্পানি কেমন service দিচ্ছে। অনেক social media আছে যেখান থেকে আপনি service ব্যবহারকারীদের মতামত সম্পর্কে জানতে পারবেন।

 

পরিশেষে বলা যায় যে, যখনই একটা computer কে একটা server হিসাবে ব্যবহার করা হয় তখন তাঁকে dedicated server বলে। আজ অনেক বক বক করলাম। তবুও যদি আপনাদের কে একটু হলেও বুঝাতে পারি তাতেই আমার লেখা সার্থক।  আজ আর নয়। আল্লাহ সহায় থাকলে আবার নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ।

Level 0

আমি ইতি আক্তার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

প্রিয় টিউনার,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।