পূজা উপলক্ষে বাজারে বিশাল অফার দিয়েছে মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান 'অনর'। ২৯ হাজার ৯৯৯ টাকার ‘অনর ৮ প্রো’ ফোনটি বিক্রি হবে মাত্র ১ টাকায়।
ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ১ টাকার এই অফারটি শুরু হচ্ছে শুক্রবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে।
‘অনর ৮ প্রো’ ফোনে রয়েছে, ৫.৭ ইঞ্চি ডিসপ্লে, ৬ জিবি র্যাম, ৬৪ জিবি রম, ৪০০০ এমএএইচের ব্যাটারি, ১২ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেলের দু’টি রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এই অফারের সুযোগ পেতে হলে ‘হাইঅনার.কম’-এ রেজিস্ট্রি করতে হবে। আর ওই সময়ের আগেই লগ ইন করতে হবে। তারপর চেষ্টা করতে হবে অন্যদের আগেই ফোনটি ‘বুক’ করতে। যারা স্টক ফুরানোর আগেই ‘বুক’ করবেন, শেষ হাসি তারাই হাসবেন। তবে এই অফারটি চলবে শুধুমাত্র ভারতের বাজারে।
আমি জোবায়ের উপল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 29 টিউনারকে ফলো করি।